30-11-2020, 09:46 PM
সুনন্দ নিস্পলক চোখে সুন্দরী ললনা কোয়েলের রূপে মুগ্ধ হয়ে তাকিয়ে রয়েছে, ব্যাপারটা ঠিক সুবিধের টেকছে না? মঞ্জুর কথা কি এত তাড়াতাড়ি ভুলতে বসেছে নাকি সুনন্দ, না কি সে বুঝে ফেলেছে যে পথে মঞ্জুকে নিয়ে হাঁটার স্বপ্ন সুনন্দ দেখেছিল সেই পথ বড় কঠিন, হয়ত স্বপ্নটা এক অলীক স্বপ্ন হিসাবেই সুনন্দ মনের কোন গভীর এক কোনায় লুকিয়ে রাখতে চায়! সুনন্দ কি বলে এখানে?