29-11-2020, 09:06 PM
(28-11-2020, 11:01 PM)Kolir kesto Wrote: গতকাল রাত থেকে পড়া শুরু করছিলাম এই মাএ থামলাম। বেশ ভালো লাগছে গল্পটা । পিনুরামের স্বভাব সুলভ লেখা। নিজের প্রতি রাগ হচ্ছে আগে কেন পড়িনি,কিন্তু কি দাদা সময়টা ভালো যাচ্ছেনা। এখন থেকে নিয়মিত পড়ার চেষ্টা করবো। অনেকটা পথ এগিয়ে গেছেন তাই দৌড়ে ধরার চেষ্টা করলাম মাএ!!!
গল্পটা পড়ে কখনো দু-নয়ন অশ্রু সিক্ত হয়েছে আবার কখনো দু পায়ের মাঝে কম্পনরত বাঁশটি কাঁদতে চেয়েছে কিন্তু পরক্ষণে থেমে গেছে।
চৈএ মাসে মাটি ফেটে চৌ চির হবে সেটাই স্বাভাবিক। সেই মাটিতে জল দিয়ে কৃষকেই নরম করতে হবে। তারপর সেই নরম মাটি আধা শুকনা হলে নাঙ্গলের দিয়ে ফালা ফালা করতে হবে। তবেই না ফসল ফলবে। (রিশুকে আর একটু এগোতে হবে দরকার পরলে 5G স্পিরিডে) মাটিতো আর বলবেনা ভিজিয়ে দাও।
রিতিকা মালটাকে ভালো লাগছে না হয়ত পার্থের সাথে লাইন আছে।
লিখতে থাকুন সাথে আছি!! হঠ্যৎ এসেই একটা অনুরোধ করবো জানিনা ঠিক হবে কিনা তাও বলি,,,, একটু বড় করে দেননা ,, আরে না ওটা না ! লেখার ফন্ট সাইজটা!!!
প্রণাম নিবেন ,,,,,,, রেপু রইলো
যাক আপনাকে দেখতে পেয়ে বেশ ভালো লাগলো, আচ্ছা আপনার কথা মতন ফন্টের সাইজ বড় করে দিচ্ছি !!!!!!
Reps Added +1