29-11-2020, 06:15 PM
(29-11-2020, 01:07 PM)Mr Fantastic Wrote: এই লুকিয়ে চুরিয়ে ব্যাপারটাই অপরাধবোধের জন্ম দেবে, মিথ্যাকে ঢাকতে আরও মিথ্যার আশ্রয় নিতে হবে যদি মঞ্জুকে বুঝিয়ে কোয়েলের সাথে থ্রিসাম হতো সেটা কোনো চিন্তার ছিল না, কিন্তু চারবছরের জন্য দীর্ঘকালীন প্রেম পরে বিপদ ডেকে আনবে ! পরিযায়ী শ্রমিকদের মতো দেশে বউ আর যেখানে কাজ করতে এসেছি সেখানেও বউ আর ব্যাপারটা সেন্টিমেন্টের নয়, ওটাকে ভালোবাসার বন্ধন বা হৃদয়ের টান বলে। সেন্টিমেন্ট সবারই আছে, কোনো বিহারিকে বিহারি বললেই সে খচে যায়, কোনো পাঞ্জাবিকে তার দাঁড়ি আর পাগড়ি নিয়ে খোঁটা দিলেই সে রেগে টং, তামিলিয়ানকে তার ভাষা নিয়ে মশকরা করলে সে তেড়ে আসবে - কিছু ধান্দাবাজ কাপুরুষরাই এসব সেন্টিমেন্ট উস্কে দিয়ে কার্যসিদ্ধির চেষ্টা করে।
তার মানে তুমি বলতে চাইছো যে সমীর আর রাজু সেন্টিমেন্টকে উস্কে দিয়ে মজা দেখতে চাইছে ?