28-11-2020, 07:33 PM
(28-11-2020, 07:31 PM)pinuram Wrote: নাহঃ ঠিক জমল না, সুনন্দের এই ব্যাবহারের বদলফের ঠিক মাথায় ঢুকছে না, যে হাওড়া ব্রিজের ইতিকথা শুনাতে পারে, ইলিশের উপাখ্যান শুনাতে পারে সে ফুটবল ম্যাচে সেই মোহনবাগান আর ইস্টবেঙ্গলের ইতিকথা শুনালো না কেন? মঞ্জু এলো সাদা মাটা নিরামিষ, ঝর্নার শরীর তীব্র যন্ত্রণায় ছটফট করছে তাও সুনন্দ ঘুরে তাকালো না, ঠিক মানতে কষ্ট হচ্ছে। সুনন্দ ব্যাটা এত তাড়াতাড়ি বিবাগী হয়ে যাবে মানতে ভীষণ কষ্ট হচ্ছে। লেখক মহাশয় খুব তাড়াহুড়ো করছেন!!!!!!
ধীরে বন্ধু ধীরে ! একটু রয়েসয়ে হজম করো !