28-11-2020, 07:14 PM
(28-11-2020, 06:24 PM)bourses Wrote:সত্যি বলতে শেষটা যেন একটু বেশিই তাড়াহুড়ো করে শেষ হয়ে গেল... জানি এই ধরনের গল্প খুব বড় হয় না, হোক সেটাও চাই নি, কিন্তু তবুও... শেষটায় গিয়ে যেন আগের সেই গল্পের বাধুনিটা অনেকটাই আলগা হয়ে গিয়েছে বলে আমার মনে হয়...
এটা কিন্তু সম্পূর্ণ আমার অভিমত... দয়া করে অন্য ভাবে নেবেন না...
তবে আপনার এই ধরণের গল্পের মুনষিয়ানা অনস্বীকার্য...
আরো একটা গল্প দেখতে চাই...
প্রথমত ধন্যবাদ দাদা
প্রত্যেকের নিজস্ব অভিমত,অনুভূতি থাকে. যেকোনো গল্পের প্রতি আপনার অভিমত সম্পূর্ণ আপনার এবং সেটা আমি সম্মান করি. আপনার হয়তো তাড়াতাড়ি মনে হয়েছে কিন্তু আমি এইভাবেই গল্পটা ভেবে রেখেছিলাম. আমি কখনোই গল্পে অপ্রয়োজনীয় কিছু দেখাতে চাইনি. ভয় ও মূল উদ্দেশ্যটাই তুলে ধরতে চেয়েছি. গল্পটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো.