Thread Rating:
  • 24 Vote(s) - 3.29 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Adultery ঝর্ণা The Untold story ! সমাপ্ত
বিকালে ফুটবলের ম্যাচ খুব ভালো হলো ! আমরা তিন দুই গোলে জিতলাম ! সবাই আনন্দ করতে করতে ক্লাবে ফিরে এলাম ! রাজু আর সমীর মাঠে জাদু দেখিয়ে ছেড়েছে ! সবাই ওদের দুজনের প্রশংসায় পঞ্চমুখ ! ক্লাবে বসেই  ঠিক করলাম যে কাল সবাইকে কলকাতার সব ঘুরিয়ে দেখিয়ে দেওয়া হবে ! আমি কানাইকে রিকোয়েস্ট করলাম যেন কাল ও আর নিলয় ওদের নিয়ে কলকাতার বিশিষ্ট স্থান গুলোও ঘুরিয়ে দেয়  ! বিশেষ  করে ভিক্টরিয়া, চিড়িয়াখানা,তারামণ্ডল, শহীদমিনার এই গুলো যেন অবশ্যই ঘুরিয়ে  দেয়  ! তবে কালকে সবাইকে ট্রেনে করে কলকাতা নিয়ে যেতে বললাম ! মেয়েরা নেচে উঠলো !
কোয়েল আমাকে জিজ্ঞাসা করলো " তুমি যাবে না ?"
- না আমার কিছু পার্সোনাল কাজ আছে সেগুলো মিটিয়ে নিতে হবে ! পরশু আমাদের ট্রেন ! তাই কাল তোমাদের সাথে আমার যাওয়া হবে না ! ওরা  আর কেউ কিছু বললো না !  কানাই বললো "নিয়ে যেতে পারি এক শর্তে  ! যদি তুই চৈতালিকে রাজি করাস কাল আমাদের সাথে যাবার জন্য ! "
- বোকাচোদা !!! লাইন মারবেন উনি আর ব্যবস্থা করব আমি ?
কোয়েল বললো যে ওর কাছে চৈতালির বাড়ির নাম্বার আছে ! ও চৈতালিকে আসতে  অনুরোধ করবে !  
ঠিক হলো সকাল নটা নয়ের পাণ্ডুয়া লোকাল ধরে সবাই কলকাতা চলে যাবে ! আর কোয়েলের উপর দাইত্ব  রইলো চৈতালিকে রাজি করানোর ! আমি কানাই কে কিছুক্ষন পরে আমাদের বাড়িতে আসার অনুরোধ জানিয়ে সবাই বাড়ি ফিরলাম !
সন্ধ্যেবেলায় আলুর চপ দিয়ে মুড়ির টিফিন বেশ জমলো ! সুজাতা আর রাজুর মন ভরলোনা ২ খানা করে চপ খেয়ে ! ওদের বললাম "একটু পরে বাজারে যাবো তোদের সবাইকে মাংসের চপ খাওয়াবো ! " সবাই এক পায়ে রাজি !
সবাইকে নিয়ে বাজারে বেরুলাম ! আমার কিছু জিনিস কেনাকাটার ছিল হোস্টেলের জন্য ! মা বললো যাচ্ছিস যখন তখন বাবলুর হোটেল থেকে তড়কা নিয়ে আসিস ! আজ আর রান্না করতে ইচ্ছে করছে না ! সত্যিই তো এতজনের রান্না ! কত আর ধকল নেবে মা ! আমি বললাম তাহলে সবার রুটিও  নিয়ে নেবো ! মা ঘাড়  নাড়লেন  !
সবাই বেরিয়ে গেলাম রাস্তাতেই  কানাইয়ের সাথে দেখা হয়ে গেলো ! ও আমাদের বাড়িতেই আসছিলো ! ওকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে ওর হাতে ১০০০ টাকা ধরিয়ে দিলাম আগামীকালের খরচের জন্য ! ও কিছুই না বলে টাকাটা পকেটে ঢুকিয়ে নিলো ! হরপ্রীত কানাইয়ের কাছে অনুরোধ করলো যে ওরা  আজ বিয়ার খেতে চায় ! যদি কানাই ব্যবস্থা করতে পারে তো ! আমি বারণ  করলাম ! ব্যবস্থা করার দরকার নেই ! বাবলুদার হোটেলে বিয়ার পাওয়া যাবে ! সেখানেই খেয়ে নেওয়া যাবে ! কানাই বললো সেটাই ভালো ! কারণ বাবলুদার হোটেলে কোনো খারাপ লোকেদের আড্ডা হয়না ! সেখানেই ভালো জমবে ! বেশ কিছু জিনিস পত্র কিনে আমরা রতনদার  চপের দোকানে গেলাম ! বেশ ভিড় ! কিন্তু আমাকে দেখেই রতনদা  এক মুখ হাসি দিয়ে আমাকে আহ্বান করলো ! আমি সবাইকে একটা করে মাংসের চপ দিতে বললাম ! সবার হাতেই মাংসের চপ ! গরম গরম চপ খেতে খেতে ওরা  হুস হাস করছিলো ! সবাই রতনদার  চপের প্রশংসা করলো ! "উফফ যদি এই জিনিসগুলো আমাদের হায়দরাবাদে পাওয়া যেত তাহলে রোজ যে কত গুলো খেতাম। .." কোয়েল বললো ! সুজাতা আর হরপ্রীত ওর কথাকে সমর্থন করলো ! আমি বললাম "যে জিনিস হায়দরাবাদে পাওয়া যায় সেগুলো তো এখানে পাবিনা ! আমাদের এখানে লোক হায়দরাবাদে গিয়ে সেই একই কথা বলে ! হায়দরাবাদের বিরিয়ানি ! চিকেন টিক্কা ! চিকেন সিক্সটিফাইভ সেগুলো এখানে পাওয়া যায় না ! তাই এখানকার লোক হায়দরাবাদে গেলেই মন ভরে  ওই গুলো খেয়ে আসে আর সবাইকে গল্প করে ! "
  চপ খেয়ে সবাই রওনা দিলাম বাবলুদার হোটেলে ! বাবলুদা আমাদের দেখেই এগিয়ে এলেন ! " আরে সুনন্দ বাবু যে ! এসো  এসো  ! কবে আসা হলো !" তারপর কানাইয়ের দিকে তাকিয়ে বললেন "এখন কানাই বড়োলোক মানুষ গাড়ি কিনেছে তাই আর বাবলুদার কথা মনে পরে না ! "
- ধুর  ! কি যে বলোনা বাবলুদা ! আসলে গাড়ি ভাড়া খাটাইতো ! তাই সময় পাইনা ! সুনন্দ এসেছে বলেই কদিন একটা ড্রাইভার রেখে সুনন্দর সাথে ঘুরছি !
আমি বাবলুদাকে বললাম "বাবলুদা ! এই যে মেয়েগুলো দেখছো ওরা  সবাই বিয়ার খেতে চায় ! কোথায় বসবে বলো  ! " সোজা দুতলার হলে চলে যা ! কারণ তোর বাবাদের ব্যাচের আসার সময় হয়ে গেছে !  ওরা  সবাই এখানেই বসে !
বুঝলাম থানার পুলিশের কথা বলছে বাবলুদা ! কারণ ওরাও প্রতি সন্ধ্যে বেলায় বাবলুদার হোটেলে আসে মাল খেতে ! আমার বাবাও মাঝে মাঝে ওদের সাথে যোগ দেয়  ! একদিন বাবাকে আমি বলেছিলাম যে বাইরে মাল না খেয়ে ঘরে বসে খেতে তাতে বাবা উত্তর দিয়েছিলো " মাল খাওয়াটা এক অছিলা মাত্র ! ঐখানেই অনেক অপরাধীদের হদিস পাওয়া যায় ! " বুঝেছিলাম পুলিশের দূরদর্শিতা  !
সবাই দুতলায় এলে সমীর বললো ওদের জন্য বিয়ারের অর্ডার দে আমাদের জন্য একটা হুইস্কির হাফের কথা বলে দে ! আমাদের চারজনের জন্য একটা হাফ ই যথেষ্ট ! সেই মতোই অর্ডার দেওয়া হলো ! মাছ ভাজার সাথে সবাই যে যার মতো ড্রিংক করে নিচে নেমে এলাম ! হালকা হালকা সরুর সবারই হয়েছে ! বাবলুদাকে আগেই বলে দিয়েছিলাম যে তড়কা আর রুটি প্যাক করে দিতে !
সব রেডি ছিল ! বাবলুদাকে পয়সার কথা জিজ্ঞাসা করতে বাবলুদা বললো "পয়সা এসে গেছে !"
- কথা থেকে এলো শুনি ?
- তোর বাবা এসেছিলো তোদের হৈ  হুল্লোড় শুনে জিজ্ঞাসা করছিলো ! আমি বললাম যে তোরা এখন উপরে তন্দুরি চিকেন খাচ্ছিস আর বাড়ির জন্য তড়কা  আর রুটির অর্ডার দিতে এসেছিস !
হাঁফ ছেড়ে বাঁচলাম ! বাবা যদি জানতে পারতো যে উপরে বসে আমরা মাল খাচ্ছি তাহলে আজ আর রক্ষা ছিলোনা ! বাবলুদার তারিফ না করে পারলাম না ! বাড়িতে এসে গেলাম ! কোয়েল চৈতালিকে ফোন করলো ! অনেকক্ষন ধরে কথা বললো ! এইতো সেদিন আলাপ ! এতেই যে মেয়েদের মধ্যে কি করে এতো কথা জমে সেটাই বুঝতে পারিনা ! প্রায় মিনিট কুড়ি কথা বলার পর কোয়েল হাসি মুখে ফিরে এলো !
-চৈতালি কাল সকালে বৈদ্যবাটী স্টেশনে লেডিসের পরের কামরায় থাকবে ! আমরাও যেন সেই কামরাতেই থেকেই ! বলেই কোয়েল একচোট হেসে নিলো !
আমি কোয়েলকে জিজ্ঞাসা করলাম " কি হলো হাসছো কেন ?
- চৈতালি ও জিজ্ঞেস করছিলো কানাই যাবে কি না ! তাই হাসছি !
তড়কা  আর রুটির সাথে রাতের ডিনার  শেষ করে সবাই শুয়ে পড়লাম ! শুয়ে শুয়ে ভাবছিলাম কথা দিয়ে যে আট  দিন কেটে গেলো বুঝতেই পারলাম না !
সকাল বেলায় ঘুম ভাঙলো ! আজ আর মাঠে যেতে ইচ্ছে হলোনা কারুরই ! ওদের বললাম তাড়াতাড়ি তৈরী হয়ে নিতে ! ঝর্ণা যাবে না ! ওর অনেক পড়া বাকি আছে সেগুলো শেষ করবে ! দিন পনেরো পরেই ওর প্রিটেস্ট !    
সবাই রুটি তরকারি খেয়ে কানাইয়ের সাথে স্টেশনের দিকে বেরিয়ে গেলো ! আমিও স্নান করে বাইক বের করলাম ! মাকে  বললাম যে আমি বৈদ্যবাটী যাচ্ছি ! কমলদার সাথে অনেক কথা আছে ! তার আগে পিসির বাড়ি থেকে মঞ্জুকে নিয়ে তবেই যাবো ! লাহিড়ীদা, ঘোষ দা সবাই থাকবেন ! মা দুগ্গা দুগ্গা বলে আমায় বিদায় দিলেন !
মঞ্জুকে আমি আগেই বলে রেখেছিলাম যে আমি সকাল ১০টার মধ্যে ওদের বাড়ি পৌঁছে যাবো ! ও তৈরিই ছিল ! পিসি আর পিসেমশাইয়ের সাথে দেখা করে দুটো রসগোল্লা খেয়ে আমি মঞ্জুকে নিয়ে কমলদার বাড়ির উদেশ্যে বেরিয়ে গেলাম ! আমি আগেই কমলদাকে  বলে রেখেছিলাম যে আমাকে আর মঞ্জুকে একটু আলাদা ছেড়ে দেবার জন্য ! কমলদা আমাদের একটা ঘর ছেড়ে দিলেন !
- না সারাদিন এখন তোরা প্রেম কর ! দুপুরের খাবারের সময় তোদের ডাকবো !
দরজা বন্ধ করে দিয়েই আমি মঞ্জুকে আমার বুকে জড়িয়ে ধরলাম ! উফফফ ! কতদিন আমার প্রেয়সীকে আমার বুকে পাইনি ! আমার বুকের সাথে লেপ্টে মঞ্জু কাঁদতে শুরু করে দিলো ! বুঝলাম বিরহ আমার মঞ্জুকে অনেক কষ্ট  দিয়েছে !
[+] 4 users Like ddey333's post
Like Reply


Messages In This Thread
RE: ঝর্ণা The Untold story ! - by dada_of_india - 28-11-2020, 11:43 AM



Users browsing this thread: 9 Guest(s)