27-11-2020, 11:20 PM
(27-11-2020, 03:54 PM)Mr Fantastic Wrote: তবে একটা দিক ভুলে গেলে চলবে না এই গল্পটা পিনুরামের অন্যান্য গল্পের থেকে অনেকটাই আলাদা।সেই সাথে রিশুর চরিত্রটাও অন্যরকম, পিনুদার বাকি নায়কদের চেয়ে বেশ আলাদা। সবে দুজন অচেনা বিপরীতমুখী স্বভাবের নর-নারীর ঝপ করে বিয়ে হয়েছে আগে প্রেম-বোঝাপড়াটা জমুক, দুম করে যৌনতা দেখতে চাওয়া এখানে বোকামি। আর পিনুদা সারপ্রাইজ দিতে পছন্দ করেন, সোজা পথের গল্প হবে না। পথ এবড়ো খেবড়ো হলে তখন মনে হবে সোজা পথে কখন আসবে গাড়ি মসৃন গতিতে এগোচ্ছে এখন ঠিকই, কিন্তু কখন টায়ার ফাটবে বা হোঁচট খাবে সেটা আমরা কেউই জানি না। তবে সময়ের চাকা, থুড়ি পরিস্থিতির চাকা তো ঘুরবেই
দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক।
এই দুনিয়া ঘুরে বনবন বনবন
ছন্দে ছন্দে কত রঙ বদলায় রঙ বদলায় ।
কখনও পিঙ্গল, কখন সবুজ,
কখন বুঝি আর কখন অবুঝ।
হৃদয় দিলে যার হৃদয় মেলে
হৃদয় যাবে সে কাল, পথে ফেলে ।
গোলক ধাঁধারে ভাই, তাই লেগেছে তাক ।
ও এই ঘুরন্ত নাগর দোলায়
কখন কাঁদায় আর কখন ভুলায় ।
আর কি সারপ্রাইজ দেবো বল তো, সবাই যেমন ভাবে পেছনে লেগেছে ছেলেটার, শালা এখন কি রকম আছে সেটাই জানা যাচ্ছে না। অবশ্য আমি এতটাই ঝিনুক কে নিয়ে মেতে আছি দিল্লীতে যে আর কোলকাতা গিয়ে দেখা হচ্ছে না ওই ইতর লম্পটটা কি করছে, (এরপর আশা করি নাম আর বলতে হবে না কার কথা বলছি) !!!!!!!