27-11-2020, 05:49 PM
৫৬ পর্ব
আপনার কাজ তো করে দিয়েছি এবার আপনার কথা রাখুন।মহিলাটি কোন বাক্য ব্যয় না করে পেনড্রাইভ টা প্রতাপ হাজরার হাতে তুলে দিলেন।প্রতাপ হাজরাও লক্ষ্য করলেন মহিলাটি কেমন যেন উদাস হয়ে গেছে।আপনার কাছে যে আরো ডকুমেন্ট নেই এর কি প্রমাণ?প্রতাপ হাজরা বললো।আগেই বলেছি এটা বিশ্বাসের ব্যাপার কিন্তু বলুন তো এই লোকটার সাথে আপনার কিসের কাজ?দেখুন এটা আমার ব্যক্তিগত ব্যাপার শুধু বলতে পারি উনি আমাকে কিছু দিয়েছে বা দিতে চেয়েছে আমি তার হয়ে কাজ করে দিয়েছি।মহিলাটি আর কোন দিকে না তাকিয়ে দরজার দিকে হাটা দিলো।তাৎক্ষণিক প্রতাপ হাজরা মোবাইল বের করতে গেলে,মহিলাটি ঘুরে দাঁড়িয়ে বললো বেশি চালাকী করবেন না আপনি আমার কিছুই করতে পারবেন না ফোনটা পকেটে রাখুন না হলে এখানেই লাশ হয়ে যাবেন।মহিলার কন্ঠে কি ছিলো কে জানে কিন্তু প্রতাপ হাজরার মত হেভিয়েট নেতার হাত থেকেও ফোনটা পরে গেল।মহিলাটি হন হন করে বেড়িয়ে গেল।মহিলাটি বের হতেই কয়েকজন ছুটে গেল।মহিলাটি তাদের হাতে একটা খাম ধরিয়ে দিয়ে বললো কমলেশ দা কে বলো সব ঠিক আছে।
বলে গাড়িতে উঠে চলে গেল মহিলাটি।প্রতাপ তাড়াতাড়ি নিজের বাসায় চলে এলো কারণ রেষ্ট হাউসে পেইনড্রাইভ চেক করার কোন ব্যবস্থা নেই।তড়িঘড়ি করে নিজের রুমে ঢুকে মেমরিটা তার বিগ স্ক্রিন টিভিতে দিয়ে চালু করতেই ধুমধারাকা হিন্দী গান চালু হয়ে গেল।তা দেখে মাথায় হাত দিয়ে বসে পরলেন প্রতাপ হাজরা।সাথে সাথে মহিলার নম্বরে কল করতে যেয়েও না করে ফোনটা ছুড়ে ফেলে দিলেন কারণ উনি জানেন এই নম্বর আর কখনো খোলা পাবেনা।
পরশু ভোট আগামীকাল বিকাল চারটা পর্যন্ত প্রচার চলবে।ঠিক এমন সময় টিভিতে যে খবর প্রচার হলো তাতে প্রতাপ হাজরা বুঝলো তার বাঁচার রাস্তা ক্রমস ক্ষীণ হয়ে যাচ্ছে।টিভিতে এখন প্রতাপ হাজরা আর নার্গিসের মন্ত্রীকে হত্যার পরিকল্পনার ভিডিও ফুটেজ দেখাচ্ছে।যেখানে প্রতাপ হাজরাকে স্পষ্ট দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরাটা নার্গিসের পিছে থাকায় তার মুখ দেখা যাচ্ছেনা।প্রতাপ হাজরা রাগে নিজের দুই লাখ টাকার দামী টিভিটা আঁছড়ে ভেঙ্গে ফেললেন।
চারদিক উত্তাল আবহাওয়া। ইতোমধ্যে পুলিশ প্রাথমিক ভাবে প্রতাপ হাজরাকে জিজ্ঞেস করার জন্য ওয়ারেন্ট অর্ডার জাড়ি করেছে।দলের ভিতরের কিছু লোক যারা বালেশ্বর ঝাঁয়ের একনিষ্ট অনুচর ছিলো তাড়াও বিদ্রোহ শুরু করেছে।আর বিরোধী দলেরা তো যা মুখে আসছে উগরে দিচ্ছে।যে নম্বর থেকে এই ভিডিও গুলা পাঠানো হয়েছে পুলিশ সেই নম্বর এখনো ট্র্যাক করতে পারেনি।কারণ ফোন গুলা সাথে সাথে সুইচ অফ হয়ে গেছে।আর সব থেকে আশ্চর্যের ব্যাপার দুটো সিমই রেজিষ্ট্রেশন করা একই ব্যক্তির নামে যে কিনা আজ থেকে পাঁচ বছর আগে মারা গেছে।তাই পুলিশ আপাতত প্রতাপ হাজরার দিকেই নজর দিচ্ছে।
প্রতাপ হাজরা পালাবার ও পথ খুজে পাচ্ছেনা।নিজের ঘরেই নিজেকে অবরুদ্ধ করে রেখেছে।জানালা দিয়ে বাইরের দিকে নজর পরতেই দেখলো প্রচুর ভীর শেষ করে নার্গিস মহিলাদের সাথে পুরুষও আছে তার বাড়ির দিকেই আসছে।কি ব্যাপার এদের আবার কি হলো শালা বিপদের শেষ নেই।ফোন উঠিয়ে নিজের চেলাকে কল করলো প্রতাপ হাজরা।কিরে বাইরে এসব কি হচ্ছে?ওপাশ থেকে বললো কি বলবো স্যার আপনি নিউজ দেখেননি!ধুর রাগে টিভি ভেঙ্গে ফেলেছি কি হয়েছে তাই বল।আপনি কোন নার্গিস না কাকে ;., করেছিলেন আবার বলেছে মন্ত্রী হলে রাজ্যর সব মেয়েদের তুলে এনে ওসব করবেন আরো অনেক কাহিনি সেই সেক্স ভিডিও নেটে ফাঁস হয়েছে স্যার।প্রতাপ হাজরা রাগে নিজের ফোনটাও ছুড়ে ফেললেন।এদিকে রাজ্যোর নারী সংগঠন গুলা ক্ষেপে উঠেছে অবশ্য এর পিছে কমলেশ মুখার্জীর দলেরও যোগ আছে।একজন মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর মুখে যদি এমন কথা হয় তাহলে তিনি মন্ত্রী হলে রাজ্যোর মেয়েরা কিভাবে সুরক্ষিত থাকবে।ওদিকে কমলেশ মুখার্জী ও থেমে নেই আজই শেষ প্রচার তাই জোর কদমে চলছে।একজন চাকুরী প্রার্থীর মেয়েকে চাকরী দেবার নাম করে ;., শুধু সরকারী দলই করতে পারে।এবার আমাদের সুযোগ দিয়ে দেখুন,ছুড়ে ফেলুন ওই খুনি ধর্ষক প্রতাপ হাজরার মত মানুষ আর উনার দলকে।আমার নার্গিস বোনের বিচার আমরা অবশ্যই করবো।
প্রতাপ হাজরা নেটে ঢুকে নিজের মোবাইলে নিজের আর নার্গিসের ভিডিও দেখে দম বন্ধ হবার জোগাড় শালা মাগী নিজের মুখটা ঝাপসা করে দিয়েছে।মাগীর সাথে যে বিরোধীদলের যোগ ছিলো বুঝতেই পারিনি।
আপনার কাজ তো করে দিয়েছি এবার আপনার কথা রাখুন।মহিলাটি কোন বাক্য ব্যয় না করে পেনড্রাইভ টা প্রতাপ হাজরার হাতে তুলে দিলেন।প্রতাপ হাজরাও লক্ষ্য করলেন মহিলাটি কেমন যেন উদাস হয়ে গেছে।আপনার কাছে যে আরো ডকুমেন্ট নেই এর কি প্রমাণ?প্রতাপ হাজরা বললো।আগেই বলেছি এটা বিশ্বাসের ব্যাপার কিন্তু বলুন তো এই লোকটার সাথে আপনার কিসের কাজ?দেখুন এটা আমার ব্যক্তিগত ব্যাপার শুধু বলতে পারি উনি আমাকে কিছু দিয়েছে বা দিতে চেয়েছে আমি তার হয়ে কাজ করে দিয়েছি।মহিলাটি আর কোন দিকে না তাকিয়ে দরজার দিকে হাটা দিলো।তাৎক্ষণিক প্রতাপ হাজরা মোবাইল বের করতে গেলে,মহিলাটি ঘুরে দাঁড়িয়ে বললো বেশি চালাকী করবেন না আপনি আমার কিছুই করতে পারবেন না ফোনটা পকেটে রাখুন না হলে এখানেই লাশ হয়ে যাবেন।মহিলার কন্ঠে কি ছিলো কে জানে কিন্তু প্রতাপ হাজরার মত হেভিয়েট নেতার হাত থেকেও ফোনটা পরে গেল।মহিলাটি হন হন করে বেড়িয়ে গেল।মহিলাটি বের হতেই কয়েকজন ছুটে গেল।মহিলাটি তাদের হাতে একটা খাম ধরিয়ে দিয়ে বললো কমলেশ দা কে বলো সব ঠিক আছে।
বলে গাড়িতে উঠে চলে গেল মহিলাটি।প্রতাপ তাড়াতাড়ি নিজের বাসায় চলে এলো কারণ রেষ্ট হাউসে পেইনড্রাইভ চেক করার কোন ব্যবস্থা নেই।তড়িঘড়ি করে নিজের রুমে ঢুকে মেমরিটা তার বিগ স্ক্রিন টিভিতে দিয়ে চালু করতেই ধুমধারাকা হিন্দী গান চালু হয়ে গেল।তা দেখে মাথায় হাত দিয়ে বসে পরলেন প্রতাপ হাজরা।সাথে সাথে মহিলার নম্বরে কল করতে যেয়েও না করে ফোনটা ছুড়ে ফেলে দিলেন কারণ উনি জানেন এই নম্বর আর কখনো খোলা পাবেনা।
পরশু ভোট আগামীকাল বিকাল চারটা পর্যন্ত প্রচার চলবে।ঠিক এমন সময় টিভিতে যে খবর প্রচার হলো তাতে প্রতাপ হাজরা বুঝলো তার বাঁচার রাস্তা ক্রমস ক্ষীণ হয়ে যাচ্ছে।টিভিতে এখন প্রতাপ হাজরা আর নার্গিসের মন্ত্রীকে হত্যার পরিকল্পনার ভিডিও ফুটেজ দেখাচ্ছে।যেখানে প্রতাপ হাজরাকে স্পষ্ট দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরাটা নার্গিসের পিছে থাকায় তার মুখ দেখা যাচ্ছেনা।প্রতাপ হাজরা রাগে নিজের দুই লাখ টাকার দামী টিভিটা আঁছড়ে ভেঙ্গে ফেললেন।
চারদিক উত্তাল আবহাওয়া। ইতোমধ্যে পুলিশ প্রাথমিক ভাবে প্রতাপ হাজরাকে জিজ্ঞেস করার জন্য ওয়ারেন্ট অর্ডার জাড়ি করেছে।দলের ভিতরের কিছু লোক যারা বালেশ্বর ঝাঁয়ের একনিষ্ট অনুচর ছিলো তাড়াও বিদ্রোহ শুরু করেছে।আর বিরোধী দলেরা তো যা মুখে আসছে উগরে দিচ্ছে।যে নম্বর থেকে এই ভিডিও গুলা পাঠানো হয়েছে পুলিশ সেই নম্বর এখনো ট্র্যাক করতে পারেনি।কারণ ফোন গুলা সাথে সাথে সুইচ অফ হয়ে গেছে।আর সব থেকে আশ্চর্যের ব্যাপার দুটো সিমই রেজিষ্ট্রেশন করা একই ব্যক্তির নামে যে কিনা আজ থেকে পাঁচ বছর আগে মারা গেছে।তাই পুলিশ আপাতত প্রতাপ হাজরার দিকেই নজর দিচ্ছে।
প্রতাপ হাজরা পালাবার ও পথ খুজে পাচ্ছেনা।নিজের ঘরেই নিজেকে অবরুদ্ধ করে রেখেছে।জানালা দিয়ে বাইরের দিকে নজর পরতেই দেখলো প্রচুর ভীর শেষ করে নার্গিস মহিলাদের সাথে পুরুষও আছে তার বাড়ির দিকেই আসছে।কি ব্যাপার এদের আবার কি হলো শালা বিপদের শেষ নেই।ফোন উঠিয়ে নিজের চেলাকে কল করলো প্রতাপ হাজরা।কিরে বাইরে এসব কি হচ্ছে?ওপাশ থেকে বললো কি বলবো স্যার আপনি নিউজ দেখেননি!ধুর রাগে টিভি ভেঙ্গে ফেলেছি কি হয়েছে তাই বল।আপনি কোন নার্গিস না কাকে ;., করেছিলেন আবার বলেছে মন্ত্রী হলে রাজ্যর সব মেয়েদের তুলে এনে ওসব করবেন আরো অনেক কাহিনি সেই সেক্স ভিডিও নেটে ফাঁস হয়েছে স্যার।প্রতাপ হাজরা রাগে নিজের ফোনটাও ছুড়ে ফেললেন।এদিকে রাজ্যোর নারী সংগঠন গুলা ক্ষেপে উঠেছে অবশ্য এর পিছে কমলেশ মুখার্জীর দলেরও যোগ আছে।একজন মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর মুখে যদি এমন কথা হয় তাহলে তিনি মন্ত্রী হলে রাজ্যোর মেয়েরা কিভাবে সুরক্ষিত থাকবে।ওদিকে কমলেশ মুখার্জী ও থেমে নেই আজই শেষ প্রচার তাই জোর কদমে চলছে।একজন চাকুরী প্রার্থীর মেয়েকে চাকরী দেবার নাম করে ;., শুধু সরকারী দলই করতে পারে।এবার আমাদের সুযোগ দিয়ে দেখুন,ছুড়ে ফেলুন ওই খুনি ধর্ষক প্রতাপ হাজরার মত মানুষ আর উনার দলকে।আমার নার্গিস বোনের বিচার আমরা অবশ্যই করবো।
প্রতাপ হাজরা নেটে ঢুকে নিজের মোবাইলে নিজের আর নার্গিসের ভিডিও দেখে দম বন্ধ হবার জোগাড় শালা মাগী নিজের মুখটা ঝাপসা করে দিয়েছে।মাগীর সাথে যে বিরোধীদলের যোগ ছিলো বুঝতেই পারিনি।
""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !!