27-11-2020, 01:18 PM
(27-11-2020, 11:07 AM)bourses Wrote: আমি কখনোও বলবোনা
তোমাকে ভালবাসি
হৃদয় ডাকছে তোমার কাছে আসি
শুধু আমার চোখের দিকে একবার তাকিয়ে দেখ
চোখ কি বলে?
তখনই বুঝবে তুমি
কতটা ভালবাসি তোমায় আমি।
আমি কখনোও বলবোনা
তোমাকে ভালবাসি
কাছে এসো একবার
তোমায় দেখি।
শুধু কান দিয়ে নিরবে আমার কথা শুনো
শ্রুতি কেমন, কন্ঠ কি বলে ?
তখনই বুঝবে তুমি
কতটা ভালবাসি তোমায় আমি।
আমি কখনোও বলবোনা
তোমাকে ভালবাসি
কাছে এসো
মন খুলে হাসি।
শুধু আমার হাতে একবার স্পশ করে দেখ
কাপছে তোমার হৃদয় খানি
আর তখনই বুঝবে তুমি
কতটা ভালবাস আমায় তুমি।
তুমি কবে কবি কবি ভাব কাটিয়ে একটা মুল্যায়ন করবে বল তো? তোমার এই চুপ থাকাতেই আমার বিশাল ভয়, জানি শেষের পাতায় চুলচেরা বিচার হবে পিনুরামের, তখন সবাই রিশু-ঝিনুক কে ভুলে যাবে, লাথি ঝ্যাঁটা সব এই অধমের পিঠেই পড়বে ! হোক না সে, অপেক্ষায় রইলাম সেইদিনের!!!!!
Reps Added +1