27-11-2020, 12:23 PM
(26-11-2020, 10:34 PM)Jupiter10 Wrote: যখন তোমার লেখা পর্বটা পেলাম তখন যেন মনে হল গল্পটা গিয়ার আপ করলো। মাখনের মতো মসৃণ গতিতে এগোতে লাগলো। দেবিকা কে আরও উজ্জীবিত মনে হল। তোমার কলমে ও বোধয় আরও বিস্তারিত ভাবে মেলে ধরেছে নিজেকে। আরও সতেজ আরও vivid আরও জীবন্ত।
তবে পড়তে পড়তে ভাবলাম, গল্প যদি লিখতেই হয় তবে কেন তুমি এই গল্পটাকেই বেছে নিলে? নতুন করে নিজের মতো গল্পই তো লিখতে পারতে। জবাব এলো এর প্লট...। প্লট টা জবরদস্ত। আর পুরনো লেখক এর থেকে নতুন লেখক বেশি সাবলীল ভাবে ফুটিয়ে তুলেছে চরিত্র গুলকে। বিশেষ করে তাদের মধ্যে কার রসায়ন।
ভাবছিলাম এমনও তো হতে পারত,এই গল্পের প্লট থেকে ইন্সপিরাসন নিয়ে আলাদা একটা কাহিনী রচনা করলে কেমন হতো?
এতে হয়ত চরিত্র দুটোর ব্যাক স্টোরি দেখতে পেতাম। ভালবাসার একটা ডেভেলপমেন্ট দেখতে পেতাম।
তবে এখন অবধি সুন্দর চলছে। পরের পর্ব গুলর জন্য অপেক্ষা করলাম। সুভেছা রইল
জুপিটার১০
বাহ্ আরও এক নামী লেখক এই গল্পটা পড়ছে গল্পটা ভালো লাগছে দেখে খুশি হলাম মূল লেখক দুটো পর্ব অবধিই লিখেছিলেন, অসম্পূর্ণ দেখেই শেষ করতে উদ্যত হলাম কারণ প্লটটা ভালো লাগল। তবে এই ধরণের বিষয়বস্তুর ওপর আমি পরে স্বতন্ত্র গল্প লিখবো