27-11-2020, 12:13 PM
(26-11-2020, 10:11 PM)pinuram Wrote: মহুয়ায় জমেছে আজ মৌ গো,
ও কনে দেখা মেঘে যে ওই
সোনা রঙ লেগেছে যে ওই
পালকি তে চলেছে কার বৌ গো!!!!!
আচ্ছা, এত প্রেমে একদম দিনক্ষন ভুলে গেল উজান? বাপ রে প্রেম নয় যেন কাঁঠালের আঠা। এতদিন পরেও এত ভদ্রতা কেন, এখন আপনি আপনি করে ডেকে চলেছে দেবিকা? কলেজে না হয় প্রফেসার কিন্তু বিছানায় ত আর সেই প্রফেসার নয়, বিছানায় ত প্রেমিক প্রেমিকা, সেখানে আপনি সম্বোধন মানাচ্ছে না। দেবিকাকে বল এই সব ফরমালিটিস ছেড়ে তুমি তে নেমে আসতে !!!!!!
হেঁ হেঁ আসলে প্রেমে পড়লে মানুষ একটু বোকা বোকা হয়ে যায় জানোই তো, সে আঠারো হোক কি তিরিশোর্ধ আর দেবিকা তুমি না বলে আপনি বলছে অন্য কারণে, সেটা ক্রমশঃ প্রকাশ্য, তবে গুরু তোমার কথা বলে দেবো দেবিকাকে, ও সম্বোধন চেঞ্জ করে নেবে