27-11-2020, 12:27 AM
যাক ঝিনুকের বোরিংনেস টা কাটতেছে।সারাদিন একা একা বাসায় থাকা যে কতটা যন্ত্রণাদায়ক সেটা যে থাকে সেই জানে আর তার মাঝে যদি হয় নতুন পরিবেশ তাহলে আর বলার অপেক্ষা রাখে না।আর এতদিন পরে ঝিনুকের মুখে রা ফুটেছে।রিশুর প্রতি টান সৃষ্টি হচ্ছে।ভালবাসার সূচনা হয়ত এভাবেই হয়।একটু কেয়ারিং মনোভাব একটু অধিকারবোধ আর ভরপুর ভালবাসা আহা এইত জীবন।রিশুর মনোভাব বুঝতে পারেও খুব ভাল লাগছে।রিশু কি তাহলে অবশেষে পা এগুল!