26-11-2020, 10:31 PM
(26-11-2020, 08:55 PM)Mr Fantastic Wrote: দারুন লাগল। রোজই যেন ঝিনুককে নতুন রূপে দেখতে পারছি আমরা তোমার লেখার মাধ্যমে। রিশু আর ঝিনুকের বন্ধন এখন অনেকটাই পোক্ত হয়ে উঠেছে। এক বিছানায়, এক বালিশে এক কম্বলের নিচে রাত্রিযাপন এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র
না বলে এসেছি,
তা বলে ভেবো না
না বলে বিদায় নেবো,
চলে যাই যদি, যেন হই নদী
সাগরে হারিয়ে যাবো।
অন্ধ আবেগে বলতে চেয়েছি
হয় নি যে কথা বলা
কৃষ্ণচূড়াতে পথ ঢেকেছিল
হয় নি সে পথে চলা।
এই নির্জনে নয়নে নয়নে
প্রেমের কবিতা ভাবো!!!!!
বাকিটা আশা করি তোমাকে বুঝিয়ে বলতে হবে না !!!!!