26-11-2020, 10:28 PM
(26-11-2020, 07:46 PM)dada_of_india Wrote: সত্যি বলছি এইটুকু ৩০০০ শব্দের লেখায় মন ভরে না ! অনেকের লেখা পড়ছি ! নিজেরটাও পড়ি ! কিন্তু তোমার লেখায় মনের খিদে কিছুতেই মেটে না ! এটলিস্ট ৫০০০ শব্দের লেখা তো লেখো গুরু !
পাঁচ হাজার শব্দের আপডেট, পাগল নাকি গো, তাহলে দুই সপ্তাহ পর পর আপডেট পাবে, এই দুই তিন হাজারের আপডেট লিখতে ওই ঝিনুক আর রিশুর পায়ে ধরতে হয়, কত আকুতি মিনতি করার পরে ওরা সামনে আ সে। অত লম্বা আপডেটের কথা শুনলে ঝিনুক আমাকে ঝ্যাঁটা পেটা করে বলবে, একটু ত রিশুর সাথে থাকতে দাও, সব সময়ে তোমার চোখের সামনে ঘোরাঘুরি করব সেটা কি করে হয়?