26-11-2020, 01:33 AM
(25-11-2020, 02:46 PM)ddey333 Wrote: বেশ আস্তে আস্তে ওদের মাঝে সহজতা আর স্বাভাবিকতা গড়ে উঠছে , আজ ঝিনুকের নাচতেও ইচ্ছে করছে দেখে মনটা খুশি খুশি হয়ে গেলো ,
রিশুর মধ্যে দায়িত্ববান একজন পিতার মতো রূপটাও অসামান্য , আচ্ছা ও কি জিজ্ঞেস করেছিল গ্যানোকোলজিস্ট কে যে শেষে লজ্জা পেতে হলো ???
সমস্যাটা হলো লেখক পিনুরামকে নিয়ে আসলে , সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু ওনার যে সেটা সহ্য হয় না
সেই পার্থর নাম আবার ঘুরেফিরে এসে গেলো আর ওই রিতিকা নামক যন্ত্ৰটি যে কি বস্তু বেরোবে ভগবানই জানেন !!
সঞ্জনা ম্যাডামের উত্তর শুনেও কি বুঝতে পারলে না যে রিশুর সেই প্রশ্ন কি হতে পারে? আর বারবার পিনুরামকে টানবে না, রিতিকা কি করবে না করবে, পার্থ কি করবে না করবে, সেটা তাদের ব্যাপার স্যাপার, এর মধ্যে পিনুরামকে টেনে কি বলতে চাও বল'ত? পিনুরাম ছা পোষা মানুষ, সূত্রধর মাত্র, এই চরিত্র গুলো যখন যেমন ভাবে নড়াচড়া করবে তেমন ভাবে তুলে ধরাই পিনুরামের কাজ, তবে হ্যাঁ তোমার প্রেম ঝিনুক কে জানিয়ে দেব, তবে কি জানো কানে কানে বলছি, ঝিনুক কিন্তু রিশুর প্রেয়সী সদ্য বিবাহিতা স্ত্রী, সেটা যেন মনে থাকে। চুপচাপ মানুষ বলে এই ভেবে বস না যে তুমি ঝিনুক কে উঠিয়ে নিয়ে যেতে পারবে! অরথপেডিক সার্জেন বাওয়া, কত কিছু কেটে কোথায় কোথায় জুড়ে দেবে টের পাবে না !!!!!!