Thread Rating:
  • 5 Vote(s) - 2.8 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
নীলা (সংগৃহীত)
#6
নীলা - পর্ব ৫

ভাবতে ভাবতে খাবারটা কখন যেন ঠান্ডা হয়ে গেছে |কি আর করা ? অগত্যা মাইক্রোতে আরেকবার গরম করে খেতে বসেছিল নীলা | এমন সময় রাতের নিস্তব্ধতা ভেদ করে বারবার কলিং বেল বেজে উঠল, কলিং বেল বাজার ধরণেই নীলা বুঝল আগন্তুকের বেশ তাড়া আছে | ডাইনিং টেবিলে পড়ে রইল খাবার, নীলা উঠে দরজা খুলতে গেল | দরজা খুলতেই দেখল সুপ্রতীকের পাশে মাথা নীচু করে দাঁড়িয়ে আছে একটা পনেরো ষোলো বছরের কিশোরী | নীলা মেয়েটার দিকে কৌতুহলী দৃষ্টিতে তাকাতেই সুপ্রতীক ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল | তারপর নীলার দিকে চেয়ে চোখ মেরে বলল, " বাঃ বাঃ... দিন দিন তো নীলার চমক বেড়েই চলেছে, কিন্তু আজ এ চমক উপভোগ করার মতো সময় নেই ! আজ আমার একটু তাড়া আছে | তবে একদিন সময় করে আমার খোঁজা অমূল্য নীলার উজ্জ্বলতা উপভোগ করতে আসব... " কথা শেষে সুপ্রতীক আরেকবার চোখ মারল |

তারপর একটু হেসে নীলাকে বলল, " শোনো, এই মেয়েটার নাম রোশনি, লাইনে নতুন এসেছে | একে দিন দশেকের জন্য এখানে রাখো, সময় হলে নিয়ে যাব, এই কদিনের মধ্যে ও যেন এই পেশা সংক্রান্ত ট্রেনিংগুলোতে ভালো করে পোক্ত হয়ে যায় | ও এবার থেকে এসকর্ট এজেন্সির হয়ে কাজ করবে ! বুঝেছ ? "
নরম লেদারের সোফার একপাশে জড়োসড়ো হয়ে দাঁড়িয়ে থাকা রোশনির দিকে তাকিয়ে সুপ্রতীক বলল, " এই রোশনি যা দিদির কাছে যা... দিদি তোকে এই লাইনের সব কাজ শিখিয়ে দেবে | আমি এখন চললাম ! পরে আবার আসব "
" এই নীলা রোশনির খেয়াল রেখো.... কিন্তু ! " একটু তাড়াহুড়ো করেই সুপ্রতীক বেরিয়ে গেল |
" কিরে মেয়ে কিছু খেয়েছিস ? " নীলা প্রশ্নটা করতেই রোশনি ঘাড় নাড়ল ! ও ডাইনিং টেবিলে রাখা খাবারটা রোশনির দিকে এগিয়ে দিল | থালাটা হাতে নিয়ে ধপাস করে মাটিতে বসে পড়ল রোশনি | এত তাড়াহুড়ো করে রোশনি খাবারটা খেতে লাগল নীলার দেখে মনে হল বেচারা বেশ কয়েকদিন ধরে ভালো করে খেতেই পায় নি ! আহা রে বেচারা, নীলার গলার কাছে যেন কষ্টটা দলা পাকিয়ে উঠলো | খাওয়ার পর নীলা রোশনিকে সোফায় শুতে বলল, কিন্তু পরদিন সকালে দেখে মেয়েটা মাটিতে গুটিসুটি মেরে শুয়ে আছে | গত দুদিন ধরে রোশনির সঙ্গে কথা বলার অনেক চেষ্টা করেছে নীলা | মেয়েটা কোনো কথা বলে না, মাথা নীচু করে সব কথা মন দিয়ে শোনে আর ভাবলেশহীন মুখে বসে থাকে | নীলা ওর দিকে খাবারের থালা বাড়িয়ে দিলে চুপচাপ খায়, কোনোদিন খাবার সময় পেরিয়ে গেলে নীলার মুখের দিকে অবোধ শিশুর মতো তাকিয়ে থাকে.... নীলার ভীষণ খারাপ লাগে, তাড়াতাড়ি ওকে খাবার এনে দেয় | তৃতীয় দিন সকালে ঘুম থেকে উঠে নীলা একা একা কিচেনে দাঁড়িয়ে ব্রেকফাস্ট বানাচ্ছিল, হঠাৎ ও অবাক হয়ে দেখল রোশনি কাঁচুমাচু মুখে সামনে এসে দাঁড়িয়েছে, নীলা ওর দিকে চেয়ে অবাক হয়ে বলল " কিরে ? কিছু বলবি ?" ও ঘাড় নাড়ল |
" বল, কি বলবি ? "
" আমি কি তোমাকে কিচেনে হেল্প করব ? "
" হ্যাঁ নিশ্চয়ই | আয় এদিকে | " দুজনে মিলে কফি, টোস্ট আর এগ পোচ বানাতে বানাতে গল্প করতে লাগল | নীলাই আগ বাড়িয়ে জিজ্ঞেস করল " কিরে রোশনি তুই মহানগরীতে এলি কিভাবে ? "
মুখ নীচু করে ওড়নায় খুঁট পাকাতে লাগল মেয়েটা, তারপর ধীরে ধীরে বলল, " ট্রেনে করে | "
" ট্রেনে করে ? তুই একা এলি ? নাকি আর কেউ সঙ্গে ছিল ? "
" আমি একা আসি নি গো | আমি তো আমার স্বামীর সঙ্গে এসেছিলাম | "
" স্বামীর সঙ্গে ? তোর স্বামী কোথায় ? স্বামীর নাম কি ? "
এবার ঝরঝর করে কেঁদে ফেলল মেয়েটা | এতে কাঁদার কি হলো‌ নীলা ভেবে পেল না | নীলা ওর দিকে অবাক চোখে তাকাতেই রোশনি কাঁদতে কাঁদতে বলল, " কাজু, আমার স্বামী | কাজুই তো আমায় এখানে বেচে দিয়েছে | " কথাটা বলেই মেয়েটা আবার মুখ নীচু করে নিল | নীলা বুঝল মেয়ৈটা চোখের জল লুকোচ্ছে | ইস ও না বুঝে রোশনিকে কতখানি আঘাত দিয়ে ফেলল | নীলা বুঝল রোশনির মনখারাপ হচ্ছে, তাই প্রসঙ্গ ঘুরিয়ে বলল, " আর দুটো টোস্ট নিবি ? " রোশনি দুদিকে ঘাড় নাড়াল |
রাতের ডিনারে নীলা চিকেন ফ্রায়েড রাইস আর চিলি চিকেন রান্না করল | এই মেয়েটার দৌলতে নীলাকে এজেন্সি দশ দিনের ছুটি দিয়েছে, সুপ্রতীকই ওর জন্য এই ছুটিটা ম্যানেজ করেছে | চিলি চিকেন রাঁধলেই মেয়েটা বড় তৃপ্তি করে খায়, আজকের খাবারটা দেখে রোশনির চোখদুটো চকচক করছিল | খেতে খেতে নিজে থেকেই বললো, " জানো দিদি কাজু আমার বয়ফ্রেন্ড ছিল | ও আমাকে বলেছিল ও নাকি এখন কলকাতায় ভালো কাজ করে, ছোট্ট একটা ফ্ল্যাটে ভাড়া থাকে | সেই ক্লাস সেভেন থেকে ওর সঙ্গে আমার প্রেম | মাধ্যমিকের পর কলকাতায় চলে এলো কাজের সন্ধানে | মাঝে মাঝে গ্রামে ঘুরতে আসত | কাজু যখন চকচকে সিল্কের শার্ট পড়ে আমার সঙ্গে ঘুরত, তখন বাকি বন্ধুদের সামনে গর্বে আমার বুক ফুলে উঠত | আমায় অনন্যা বলেছিল ও নাকি তমা বৌদির কাছে শুনেছে কাজু ভালো ছেলে নয় | আমার বিশ্বাস হত না, কাজু আমার মেলায় ঘুরতে নিয়ে যেত, সিনেমা হলে সিনেমা দেখাত, ইমিটিশনের চুড়ি-হার-কানের কিনে দিত, ফুচকা - চপ - কাটলেট খাওয়াতো... আমার খুব আনন্দ হত জানো | তারপর একদিন সিনেমা হলের অন্ধকারে ও আমার ঠোঁটে... রোশনি কথাটা অর্ধসমাপ্ত রেখে থেমে গেল | "
"কিরে থামলি কেন ? বল ! "
" সেদিন হঠাৎ কাজু আমায় গ্রামের পোড়ো মন্দিরে ডেকে পাঠালো‌ | আমি আসতেই একগাল হেসে বলল কিরে কলকাতা যাবি ? ওখানে তোর জন্য একটা ভালো কাজ দেখেছি রে... ভাবছি এবার বিয়েটা সেরেই ফেলি | এক কামরার ফ্ল্যাটটা ছেড়ে দুজনে একটা ভালো বাড়ি ভাড়া নেবো | তুই আমি দুজনে মিলে কামাবো সব ম্যানেজ হয়ে যাবে... কি রে যাবি নাকি স্বপ্নের শহর কলকাতায় ? ওখানে কিন্তু সব স্বপ্ন সত্যি হয় | জানো দিদি সেদিন ওর বুকে মাথা রেখে ভবিষ্যতের সুখস্বপ্নে বিভোর হয়ে কতক্ষণ কেটে গেছিল মনেই পড়ে নি ! কাজু বলল চল, তবে আমরা কোনো মন্দিরে বিয়েটা সেরে ফেলি | তাহলে তোর বাবা-মাও কোনো আপত্তি করবে না, বরং মেয়ে-জামাই শহরে থাকবে জেনে খুশিই হবে |ওর পরামর্শে পরের দিনই আমরা গ্রামের মন্দিরে বিয়েটা সেরে নি... ও যখন আমার সিঁথিতে সিঁদুর পড়ালো মনে হল আজ থেকে আমি আর একা নই !বাড়িতে এসে সৎমাকে নমস্কার করলে সৎমা খুব খুশি হয়ে আমায় চারটে নতুন শাড়ি দিয়েছিল | বাবা হেসে বলেছিল বিয়ের পর প্রথমবারের জন্য কলকাতায় যাবি তো মা, এভাবে কি কেউ খালি হাতে যায় ? একটু দাঁড়া, আমি এখুনি আসছি | বলে একটা নতুন তোরঙ্গ এনে হাজির করেছিল | সঙ্গে আমার মৃত মায়ের চারগাছা সোনার চুড়ি আর একজোড়া পুরোনো কানের দুল হাতে তুলে দিয়ে বলেছিল, হাজার অভাব হলেও আমি জিনিসগুলো বিক্রি করি নি রে মা, এগুলো যে তোর মায়ের স্মৃতি ! আর এই ধনে শুধু তোরই অধিকার | সস্তা নতুন বেনারসি শাড়ি, হাতভর্তি কাঁচের চুড়ি, মাথায় মোটা করে সিঁদুর লেপে কাজুর হাত ধরে প্রথমবারের জন্য ট্রেনে উঠলাম | বুকের ভিতর সে যে কি এক অদ্ভুত আনন্দ হচ্ছিল তুমি ভাবতে পারবে না দিদি ! একের পর এক স্টেশন পেরিয়ে যাচ্ছে, মাঝে মাঝেই নিজেকে চিমটি কেটে দেখছি এসব কোনো সুখস্বপ্ন নয় তো ? মাঝে মাঝেই রাস্তার ধারে বিভিন্ন জিনিস দেখে আমি কাজুকে নানারকম প্রশ্ন করছিলাম... ও ওর সাধ্যমতো উত্তর দিচ্ছিল | আমার প্রশ্নের ঠেলায় কাজু খুব বিরক্ত হচ্ছিল | কিন্তু আমি তো তখন উৎসাহে ফুটছি | হাওড়া স্টেশনে নেমে আমি তো হাঁ ! কত্ত বড়ো স্টেশন, কতো কতো লোকজনের আনাগোনা | কাজু স্টেশন থেকে বেরিয়ে ট্যাকসি স্ট্যান্ডের দিকে এগিয়ে গেল, আমিও ওর পিছু পিছু গেলাম | কাজু দরদস্তুর করে একটা ট্যাকসি ধরল | রাস্তায় কত বাস, অটো, গাড়ি আমি জানলা দিয়ে হাঁ করে ভ্যাবলার মতো তাকিয়ে ছিলাম বলে কাজু আমায় জোরে ধমক দিল | অভিমানে‌ আমার প্রায় চোখে জল এসে গেছিল হঠাৎ একটা জোরে ব্রেক কষে আমাদের ট্যাকসিটা দাঁড়িয়ে গেল | ট্যাকসির জানালা দিয়ে দেখলাম একটা বিরাট উঁচু বাড়ি | কাজু বলল, নামো ! আমরা এসে গেছি | আমি তো ভয়ে জড়োসড়ো | এটা আবার কাদের বাড়ি ? আমি ভয়ে ভয়ে কাজুকে জিজ্ঞেস করলাম, তুমি কি এখানেই কাজ করো ? এরা তো বিশাল বড়লোক বলে মনে হচ্ছে | কাজু বেশ রেগে উঠে বলল, বেশি কথা না বাড়িয়ে ওর সঙ্গে চুপচাপ যেতে | বোতাম টিপে একটা বিরাট বড় মেশিনের পেটের ভেতর আমায় ঢোকালো, আমি ' ওয়ান্টেড ' সিনেমায় দেখেছি ওই মেশিনটাকে লিফট বলে | জানো দিদি, ওই সিনেমাটায় সলমান খান ও আয়েশা টাকিয়া একই লিফটে আটকে পড়ে কি কেলেংকারি ! কি কেলেংকারি ! পুরো যাতা কান্ড ! " কথাটা বলে ছোট্ট বাচ্চাদের মতো হাততালি দিয়ে উঠলো রোশনি |
" তারপর ? তারপর কি হলো বললি না তো ! " রোশনিকে খোঁচাল নীলা |
" কাজু লিফটে উঠে ছ তলার বোতাম টিপল | লিফট খুলতেই ওর পেটের ভিতর থেকে বেরিয়ে দেখি দুদিকে দুটো দরজা | ওরই একটা দরজার সামনে গিয়ে কাজু বেল টিপল | আমি ততক্ষণে নিশ্চিত হয়ে গেছি যে, এই বাড়িতেই কাজু চাকরের কাজ করে | লজ্জায় আমার সামনে বলতে পারছে না ! আরে ওই যে লোকটা এসে তোমার কাছে আমায় দিয়ে গেল না.... "
" কে ? সুপ্রতীক ? "
" ও ! ওই বিচ্ছিরি লোকটার নাম সুপ্রতীক বুঝি ? কাজু তো আমাকে কাছে ওর দিয়ে গেল | লোকটা নাকি ওর পাতানো মামা | বলল, এখানে কিছুক্ষণ থাকো | আমি বাজার থেকে কয়েকটা জিনিস কিনে আনি, ফেরার পথে তোমাকে নিয়ে যাবো | জানো দিদি আমি ওর সঙ্গে যেতে চেয়েছিলাম | কিন্তু কাজু কিছুতেই রাজি হল না | কাজু সেই যে বাজারে গেল আর ফিরল না | গত দুদিন ধরে লোকটার বাড়িতেই ছিলাম | লোকটা যখন বাইরে যেত আমায় তালা দিয়ে রেখে যেত ! দ্বিতীয় দিন সন্ধ্যেবেলা ওই সুপ্রতীক লোকটা মদ খেয়ে আমার গায়ে হাত দিতে এসেছিল | আমি ঠেলে সরিয়ে দিতে যেতেই জড়ানো গলায় বলল, আমায় তেজ দেখিয়ে লাভ হবে না | তোর জন্য কাজুকে পুরো পাঁচ লাখ গুনে দিয়েছি বুঝলি ! পুরো পাঁচ লাখ ! পুরো পাঁচ লাখে কটা শূন্য থাকে জানিস ? বলেই আমার উপর ঝাঁপিয়ে পড়ল ..... তারপর সারা রাত কি অমানুষিক অত্যাচার ", চোখদুটো বন্ধ করে রোশনি যেন সেই রাতের কথাটা ভেবে আতঙ্কে শিউরে উঠল | কিছুক্ষণ পর ধাতস্থ হয়ে গলাটা খাদে নামিয়ে বলল, " সে রাত্তিরে তীব্র ব্যথায় আমার পুরো শরীরটা অবশ হয়ে গেছিল, তবুও একটু নিস্তার পাই নি | তবে কি জানো দিদি আমার সুপ্রতীকবাবুদের ওপর রাগ হয় না... নারী শরীর ভোগের জন্য লোলুপ হায়েনার দল বরাবরই ওঁত পেতে থাকে, সেটাই স্বাভাবিক | আমার কোথায় কষ্ট হয় জানো ? এই যে আমি কাজুকে ভালোবাসলাম, ওকে বিশ্বাস করে নিজের সর্বস্ব ওর হাতে তুলে দিলাম আর শেষে কিনা ওই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো ? ও এমনটা কেন করল গো‌ ? ঈশ্বরের সামনে পরানো সিঁথির সিঁদুরের এতবড় অপমানটা করতে পারল ? ওর একটুও বিবেকে বাঁধল না ? " অবরুদ্ধ কান্নায় ফুলে ফুলে উঠতে লাগল রোশনির দেহ | ও কান্না জড়ানো কন্ঠে বলল, " আমাকে চুটিয়ে ভোগ করার পর সুপ্রতীকবাবু তোমার কাছে দিয়ে গেল | বলল নাকি আমাকে এজেন্সির জন্য কিনেছে | এজেন্সিতে কাজ করতে হলে ট্রেনিং নিতে হবে ! তুমিই হলে আমার ট্রেনার ! তুমি তো অনেক বড়লোক, তার উপর আবার হিরোইনের মতো দেখতে ! তাহলে দিদি তুমি কেন এসব কাজ করো ? কাজু আমার জন্য শেষে এই কাজ খুঁজল ? ও কিনা আমার সঙ্গে বিট্টে‌‌ করল ? তুমি ভাবতে পারবে না দিদি আমার শরীরের কত জায়গায় কালশিটের দাগ ! "
এক মুহূর্তে জন্য নীলার পায়ের তলার মাটিটা দুলে উঠল | ও রোশনিকে কি উত্তর দেবে ? তাহলে এসকর্ট সার্ভিসে কাজ করানোর জন্যই রোশনিকে টাকা দিয়ে কেনা হয়েছে | তাই সুপ্রতীকের এক কথায় নীলার দশ দিনের ছুটি মঞ্জুর হয়ে গেল | কিন্তু মেয়েটার কি হবে ? নীলার কেমন যেন মেয়েটার উপর মায়া পড়ে গেছে | রোশনি তো অর্থ চায় না... তবে ও কেন তলিয়ে যাবে নরকের অন্ধকারে ?
‌( ক্রমশঃ )
Like Reply


Messages In This Thread
RE: নীলা (সংগৃহীত) - by Brihannala - 25-11-2020, 01:03 PM



Users browsing this thread: 2 Guest(s)