25-11-2020, 12:57 PM
(This post was last modified: 28-12-2020, 11:24 AM by Brihannala. Edited 3 times in total. Edited 3 times in total.)
![[Image: 127066435-198516575228118-5660150392361582985-o.jpg]](https://i.ibb.co/1qndG7G/127066435-198516575228118-5660150392361582985-o.jpg)
নীলা। একটি সাধারণ ঘরের মেয়ে। সাধারণ ঘরের গৃহবধূ। কিন্তু তার স্বপ্ন, তার কল্পনা কিন্তু কখনই সাধারণ নয়। সেই অসাধারণ স্বপ্নের পিছনে ধাওয়া করতে করতে কখন যে তার জীবনটাই এক দামী কিন্তু অলাক কল্পনায় পরিণত হল, তা সে নিজেই বুঝতে পারেনি। একটি সাধারণ গৃহবধূ নীলা থেকে শহরের একটি নামী এসকর্ট সার্ভিসের ফিমেল এসকর্ট মেহক হয়ে ওঠার কাহিনী এটি। - অনিন্দিতা
Disclaimer:- এই ফোরামে আমার পোস্ট করা কোনো গল্পই আমার নিজের লেখা নয়। প্রত্যেকটি গল্পই ইন্টারনেট থেকে সংগ্রহ করা। তাই এই গল্পগুলির জন্য প্রকৃত কৃতিত্ব দাবী করেন, এদের লেখক এবং লেখিকারা। যদি এই গল্পগুলির পোস্ট করার বিষয়ে কারোর কোনো অভিযোগ থাকে, তাহলে আমায় জানাবেন। আমি যত দ্রুত সম্ভব সেই বিষয়ে পদক্ষেপ নেব। - ধন্যবদান্তে, বৃহন্নলা।