24-11-2020, 10:08 AM
(23-11-2020, 06:44 PM)bourses Wrote: করোনার প্রতিষেধক আবিষ্কৃত হবে কি না জানি না, তবে তোমার তাড়ায় আমায় যে একটা গল্প শুরু করতেই হবে, সেটা বেশ ভালোই বুঝতে পারছি... দেখি, কি করা যায়...
কোরোনার প্রতিষেধক আবিষ্কার হয়ে গেছে আর সামনের মাসেই এসে যাবে , ওটা নিয়ে আমার কোনো সংশয় নেই !!
তোমাকে নিয়ে বেশি চিন্তা , কবে যে তুমি একটু টান টান হয়ে কলম খুলে বসবে সেটার অপেক্ষায় আছি !!!