23-11-2020, 12:30 PM
(22-11-2020, 10:18 AM)Mr Fantastic Wrote: হ্যাঁ এটা সত্য যে এখন অনেক ভদ্র শিক্ষিত মেয়েই মডেলিংয়ে নেমে উচ্চাকাঙ্খা আর টাকার জন্য নিজের সর্বনাশ ডেকে আনছে। পেটের দায়ে একপ্রকার বাধ্য হয়েই অনেকে তলিয়ে যায় অন্ধকারে, দুর্ভাগ্যের ব্যাপার এগুলো। তবে দেবিকার ব্যাপারটা অন্যরকম। কামদেব বাবুর সাথে কথায় একবার জেনেছিলাম কিছু মেয়েদের মধ্যে ' মর্ষকাম ' বলে একটা সেক্সুয়াল সাইকোলজি থাকে, এরা নিজেরা পুরুষদের শারীরিক লালসার শিকার হয়ে প্রেমে প্রতারিত হয়। তাই দৃষ্টিভঙ্গি পাল্টে যায় আর নিজেরাও শরীর সর্বস্ব হয়ে ওঠে, একের পর এক পুরুষের বিছানায় গিয়ে নিজের সত্ত্বাকে ধ্বংস করে দেয়। দেবীকাও অনেকটা ওরকম। ওর ভালোবাসার বহিঃপ্রকাশ অনেকটাই শারীরিক। তবে এখন ওর মধ্যে কিছু সূক্ষ্ম তারতম্য এসেছে। গল্পের 'আমি' সেও বলতে গেলে নিত্যনতুন নারীসঙ্গ পেতে পছন্দ করে। অবশ্য তার মধ্যেও কিছু সূক্ষ্ম পরিবর্তন এসেছে, অন্যান্য কলগার্লের নাম্বার ডিলিট করে দিয়েছে। প্লটটা এমনই যে প্রেমানুভূতির উদ্রেক সেভাবে দেখানো যাচ্ছে না, তাও চেষ্টা করছি তোমার পরামর্শ মাথায় রেখে চলতে
আমি সেইজন্য অনুরোধ করেছিলাম যে অন্যের লেখা গল্প না টেনে, সেই গল্পের থিম নিয়ে নিজের মতন করে গল্প লেখো। সেক্স জিনিসটা মোটামুটি এক থাকে, চুম্বন চটকানো সম্ভোগ উহহহ আহহহহ এইসব এক হয়, কিন্তু যেটা এক হয়না সেটা হল, দুই নর নারী ওই পর্যায়ে কি করে পৌঁছাল, সেই পথের বর্ণনা। যদিও এসকরটস সার্ভিস গল্পে আন্তরিকতার ছোঁয়া পাওয়া মুশকিল, তাও আমার মনে হয় একটা আন্তরিকতা না আসুক, একটা গল্প তৈরি করতে দোষ কোথায়?