22-11-2020, 11:49 AM
(22-11-2020, 01:25 AM)pinuram Wrote: সুনন্দ হচ্ছে কেঁচো, যদি সত্যি সত্যি ঝর্নার চোখের ভাষা বুঝতে পারত তাহলে এতদিনে ঝর্নার গল্প হত এটা, কবে যে ঝর্না আসবে প্রেক্ষাপটে সেই অপেক্ষায় আছি ! তবে একটা কথা বলতে হবে, কমলদার বর্ণনা দুর্দান্ত দিয়েছ, ব্যাথার বর্ণনা এইভাবে লেখা তখনি সম্ভব যখন সুনন্দ সেই ব্যাথা অনুভব করেছে, নাহলে এইসব অত সহজে আসে না। আমার এক খুব কাছের বান্ধবী যেদিন মারা গেছিল সেদিন সত্যি অনেক দুঃখ পেয়েছিলাম, খুব কম বয়সে মারা গিয়েছিল, যদিও কমলদার ব্যাপার আলাদা, তাও মনে পরে গেল তাই লিখলাম !!!!!!!
আমার থ্রেডে তোমার কমেন্ট ! আমাকে ধন্য করলে ! ঝর্ণার নাম গল্পটা হলেও এখানে ঝর্ণা একটা স্পর্শ মাত্র ! সেই স্পর্শর অপেখ্যায় এখনো দিন কেটে যায় ! সেই স্পর্শও আসবে একদিন ঝর্ণার কাছ থেকে !