22-11-2020, 10:18 AM
(22-11-2020, 12:50 AM)pinuram Wrote: দেবিকার বর্ণনা সাঙ্ঘাতিক দিয়েছ, একদম চোখের সামনে দেখা যাচ্ছে এই তরুণীকে, চোখ ফেরাতে পারছিলাম না কিছুক্ষন, তবে কি জানো, প্রেমিকের চোখ তাই শরীরের আগে হৃদয় খোঁজে চারপাশে। কিছু মনে কর না গল্পটা পড়তে পড়তে "পাপ কাম ভালোবাসার" অনন্যার কথা মনে পরে গেল, টাকার বিনিময়ে অনেক মেয়েই আছে যারা এই পথে এসেছে। "পাপ কাম ভালোবাসার" অনন্যা আর "মহানগরের আলেয়া"র নয়না, এই দুই চরিত্র আমার চেনা পরিচিত একজন মডেলকে দেখে লিখেছিলাম, এরাও মডেলিং আর টিভি সিরিয়াল লাইনে এসে অনেক কিছুই করেছে। কাজ পেতে হলে কখন কোন প্রোডিউসার বিছানায় ডেকেছে, কখন কোন ফটোগ্রাফারের বিছানায় শুয়েছে। বদনাম এই মেয়েরাই হয়েছে চিরজীবন, কই কোনদিন ওই ফটোগ্রাফাররা অথবা প্রডিউসারদের অথবা ডাইরেক্টরদের বদনাম হয়েছে শুনিনি। ততাকথিত সভ্য সমাজ তাদের বার বনিতা বলে, কিন্তু অনেকে এদের কথা শুনতে চায় না, সমাজ পুরুষ শাসিত তাই। অনেকে শারীরিক ক্ষুধার জন্য নেমেছে, তবে বেশির ভাগ এসেছে অর্থের দায়ে, পেটের দায়ে। পুরুষ মানুষের যৌন ক্ষুধা ভাদ্র মাসের কুকুরের মতন, কিছুতেই চেপে রাখতে পারে না, তাই প্রতিদিন প্রচুর মেয়েদের কিডন্যাপ করা হয়, বিক্রি করে দেওয়া হয় এই দেহ ব্যাবসায়ে।
যাই হোক সেটা অন্য কথা, কেন মনে পড়ল সেটা বলছি, পিনুর পোড়া মন একটু প্রেম খোঁজে, প্রেম ভালোবাসা এখানে সম্ভব নয় সেটা জানি, যতই হোক টাকার বিনিময়ে দেবিকা উজানের বিছানায় ধরা দিয়েছে তাও যদি একটু আন্তরিকতার ছোঁয়া থাকত তাহলে আমার ষোল কলা পূর্ণ হত। তুমি গল্পটাকে নিজের মতন করে লিখতে পারতে, নিজের মতন করে সাজিয়ে। আসলে যে গল্পে প্রথম আপডেটেই তক্তায় পেরেক মেরে দেয় সেই ধরনের গল্প আমার ভালো লাগে না, তাই বললাম যে তুমি এটা নিজের মতন করে সাজিয়ে নতুন ভাবে লেখ !!!!!!
হ্যাঁ এটা সত্য যে এখন অনেক ভদ্র শিক্ষিত মেয়েই মডেলিংয়ে নেমে উচ্চাকাঙ্খা আর টাকার জন্য নিজের সর্বনাশ ডেকে আনছে। পেটের দায়ে একপ্রকার বাধ্য হয়েই অনেকে তলিয়ে যায় অন্ধকারে, দুর্ভাগ্যের ব্যাপার এগুলো। তবে দেবিকার ব্যাপারটা অন্যরকম। কামদেব বাবুর সাথে কথায় একবার জেনেছিলাম কিছু মেয়েদের মধ্যে ' মর্ষকাম ' বলে একটা সেক্সুয়াল সাইকোলজি থাকে, এরা নিজেরা পুরুষদের শারীরিক লালসার শিকার হয়ে প্রেমে প্রতারিত হয়। তাই দৃষ্টিভঙ্গি পাল্টে যায় আর নিজেরাও শরীর সর্বস্ব হয়ে ওঠে, একের পর এক পুরুষের বিছানায় গিয়ে নিজের সত্ত্বাকে ধ্বংস করে দেয়। দেবীকাও অনেকটা ওরকম। ওর ভালোবাসার বহিঃপ্রকাশ অনেকটাই শারীরিক। তবে এখন ওর মধ্যে কিছু সূক্ষ্ম তারতম্য এসেছে। গল্পের 'আমি' সেও বলতে গেলে নিত্যনতুন নারীসঙ্গ পেতে পছন্দ করে। অবশ্য তার মধ্যেও কিছু সূক্ষ্ম পরিবর্তন এসেছে, অন্যান্য কলগার্লের নাম্বার ডিলিট করে দিয়েছে। প্লটটা এমনই যে প্রেমানুভূতির উদ্রেক সেভাবে দেখানো যাচ্ছে না, তাও চেষ্টা করছি তোমার পরামর্শ মাথায় রেখে চলতে