22-11-2020, 01:48 AM
(22-11-2020, 01:27 AM)Baban Wrote: দুজন মানুষের মনের অনুভূতি ফুটিয়ে তুলতে আপনার জুড়ি মেলা ভার. দারুন হয়েছে পর্বটা. মেয়েটা শরীর অনুযায়ী বড়ো হয়েছে, অনেক কিছু বুঝতেও শিখেছে, অনেক ঝড় তার ওপর দিয়ে বয়েও গেছে তবু মেয়েটার মধ্যে কোথাও নিষ্পাপ বাচ্চাটা রয়ে গেছে আজও. তাইতো নিজের থেকেও নিজের কাছের মানুষটাকে ফুচকা খাওয়াতে এতো উৎফুল্ল ছিল. এদিকে বর দুহাত ভর্তি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আর স্ত্রী নিজের হাতে স্বামীকে ফুচকা খাইয়ে দিচ্ছে. So sweet. ❤
আর আবারো ধন্যবাদ দাদা আমার গল্পের কথা আপনার মনে আছে. মন দিয়ে আমার গল্পটা পড়বেন বলে ওটা এখন তুলে রেখেছেন. সময় পেলেই বার করে পড়বেন. Thanks❤
আর দাদা চিন্তা নেই... গল্পটা খুব বড়ো নয়... প্রায় প্রতিটা পৃষ্ঠাতেই একটা করে আপডেট আছে. মাত্র 17টা পেজ. দেখতে দেখতে পড়া হয়ে যাবে. তাই আর সূচিপত্র বানাইনি. আমার উপভোগ আপনিও উপভোগ করবেন আশা রাখি.
আসলে কি জানো, আমাদের সবার ভেতরে একটা কচি নিষ্পাপ শিশু থাকে, ধিরে ধিরে আমরা যত বড় হই তত আঁতলামো পাকামো করি আর নিজের ভেতরের সেই শিশুটাকে নিজের হাতে গলা টিপে ধিরে ধিরে হত্যা করি, আর সেই জন্যেই পৃথিবীতে এত মারামারি কাটাকাটি হয়। নিষ্পাপ শিশুরাই একমাত্র পারে আমাদের বাঁচাতে। "উলঙ্গ রাজা" গল্পটা আশা করি পড়েছ, অত গুলো আঁতেল লোকের মাঝে একমাত্র সেই নিষ্পাপ শিশু কিন্তু সত্যি কথা বলতে পেড়েছিল, "এমা এই রাজা ত ন্যাংটো" আমাদের উচিত আমাদের বুকের ভেতরে কোন এক কোনায় যে নিষ্পাপ শিশু লুকিয়ে আছে সেটাকে যতটা সম্ভব বাঁচিয়ে রাখতে!
আর তোমার গল্প, নিশ্চয় পড়ব !!!!!!