22-11-2020, 01:25 AM
সুনন্দ হচ্ছে কেঁচো, যদি সত্যি সত্যি ঝর্নার চোখের ভাষা বুঝতে পারত তাহলে এতদিনে ঝর্নার গল্প হত এটা, কবে যে ঝর্না আসবে প্রেক্ষাপটে সেই অপেক্ষায় আছি ! তবে একটা কথা বলতে হবে, কমলদার বর্ণনা দুর্দান্ত দিয়েছ, ব্যাথার বর্ণনা এইভাবে লেখা তখনি সম্ভব যখন সুনন্দ সেই ব্যাথা অনুভব করেছে, নাহলে এইসব অত সহজে আসে না। আমার এক খুব কাছের বান্ধবী যেদিন মারা গেছিল সেদিন সত্যি অনেক দুঃখ পেয়েছিলাম, খুব কম বয়সে মারা গিয়েছিল, যদিও কমলদার ব্যাপার আলাদা, তাও মনে পরে গেল তাই লিখলাম !!!!!!!