21-11-2020, 05:55 AM
প্রফুল্ল রায়ের লেখা কেয়া পাতার নৌকা প্রথম পর্ব পড়ি কলেজ জীবনে। তারপর অনেক পর্ব লেখা হয়ে গেলেও এখনো গল্প শেষ হয়নি। দুবছর আগে বইমেলায় প্রফুল্ল বাবুকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলাম কবে ঝিনুক আর বিনুর মিলন হবে। উনি মুচকি হেঁসে উত্তর দিলেন, হবে হবে তাড়াতাড়িই হবে।
তুমিও ঝর্নাকে নিয়ে একই জিনিস শুরু করেছো। 100 বছর আগে লেখা শুরু করে আজও শেষ হলো না।
তুমিও ঝর্নাকে নিয়ে একই জিনিস শুরু করেছো। 100 বছর আগে লেখা শুরু করে আজও শেষ হলো না।