17-03-2019, 11:32 PM
হ্যাঁ, এর আগেও একটি কমেন্টস পেলাম "আগামী জানা সজীব"! আসলে সজীব তো ভবিতব্য জ্ঞানের অধিকারী নয়, সেতো বর্তমানে যা ঘটছে সেটা জানতে পারছে! তাও তো রমিজ মিয়া এখনও তার ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছে! মনে হচ্ছে বাবা কে পেতে তার আরও কসরত করতে হবে! আর একটা কথা, রাতুল তার মা নাজমাকে গর্ভবতী করতে না পারলেও (ছোট্ট একটা অপারেশনের জন্য) সজীব কিন্তু মা মনোয়ারাকে সেটা করেই দেখাবে! আমরাও কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে আছি! জানি না দাদা আমাদের কতদিন অপেক্ষা করিয়ে রাখবে?