20-11-2020, 11:38 AM
(This post was last modified: 20-11-2020, 11:39 AM by bourses. Edited 2 times in total. Edited 2 times in total.)
(19-11-2020, 07:36 PM)pinuram Wrote: তুমি আজকাল বেশ কাব্য করছ প্রত্যকে আপডেটের পরে, বেশ ভালো লাগছে
রেপু পয়েন্টস দিলুম !!!!!
"আজকাল বেশ কাব্য করছি"... ঠিক সেটা নয়... তোমার আপডেটগুলো এতটাই মিষ্টি মধুর, যে আপনা থেকেই ভেতরে কাব্যটা গুনগুনিয়ে ওঠে...
তোমার প্রতিটা আপডেট পরার পর আমার মনের কথাগুলো বাকি সমস্ত পাঠকেরা তো একদম সঠিক ভাবেই বিশ্লেষণ করে দেয়... তাই সেই একই ভাবে না লিখে যদি একটু অন্য ভাবে তোমার নায়ক আর নায়িকার মনের ভাবটাকে প্রকাশ করি, তাতে ক্ষতি কি?
ঠিক যেমনটা আজকের আপডেটে... পড়তে পড়তে শ্যামল মিত্রের গানটা কেন জানিনা গুনগুনিয়ে উঠল মনের মধ্যে... তাই না পোস্ট করে পারলাম না...
যদি কিছু আমারে শুধাও
কি যে তোমারে কব?
নীরবে চাহিয়া রব
না বলা কথা বুঝিয়া নাও
যদি কিছু আমারে শুধাও
ওই আকাশ নত
যুগে যুগে সংযত
নীরবতায় অবিরত
কথা বলে গেছে কত
তেমনি আমার বানী
সৌরভে কানাকানি
হয় যদি ভ্রমরা গো
সে ব্যাথা বুঝিয়া নাও
অন্তরে অন্তরে
যদি কোন মন্তরে বোবা এ প্রাণের ব্যাথা বোঝানো যেত গো তারে
কবির কবিতা সবই
তুলি দিয়ে আঁকা ছবি
কিছু নাই তার কাছে
এটুকু বুঝিয়া নাও।
যদি কিছু আমারে শুধাও
কি যে তোমারে কব?
নীরবে চাহিয়া রব
না বলা কথা বুঝিয়া নাও
কথা ও সুর- সলিল চৌধুরী । কণ্ঠ- শ্যামল মিত্র