20-11-2020, 10:58 AM
(20-11-2020, 10:53 AM)বাউন্ডুলে Wrote: দাদা, লিখতে গিয়ে আটকে গেলে কি করেন??
আসলে আমি গল্প লেখার আগে, প্রায় সব পর্বের একটা খসড়া লিখে রাখি, কোথায় কি ভাবে কোন চরিত্রের কোন পরিস্থিতিতে অবতারন করাতে হবে, তাও যখন লিখতে বসি তখন মাঝে মাঝে আটকে যাই, সঠিক ভাবে তখন সেই পরিস্থিতির বর্ণনা মাথায় আসে না, তখন কয়েক পেগ হান্ড্রেড পাইপারস গলায় ঢেলে চুপচাপ বসে থাকি, কিছুক্ষন ভাবি তারপরে আর সেদিন লেখা হয় না, পরেরদিন আবার শুরু করি লেখা এইভাবেই চলে। অসুবিধে সব থেকে বেশি হয় এই ধরনের রোমান্টিক গল্পে যেখানে নায়ক আর নায়িকা, দুইজনের দৃষ্টিকোণ তুলে ধরতে হয় !!!!!!