20-11-2020, 10:48 AM
(20-11-2020, 09:53 AM)Mr Fantastic Wrote: দেবেশ-মণিদীপা, ঝিলাম-বুধাদিত্য, দেবায়ন-অনুপমা, দানা-মহুয়া -- এরাও কি কোনো বাস্তব চরিত্রদের থেকে নেওয়া ?
সব গল্পে হয়ত নয়, তবে কিছু কিছু গল্পের নায়ক অথবা নায়িকা অথবা কোন এক চরিত্র কোন এক বাস্তব চরিত্র থেকে নেওয়া। যেমন "পাঁজরের কুঠিরের" দেসদিমনা (আমার আগের অফিসের এক কলিগ, সেও এইচ আর ছিল) এক বাস্তব চরিত্র থেকে অনুপ্রাণিত, "দ্বিতীয় অঙ্ক" এর দেবস্মিতা (এনার সাথে বহুদিন আগে এক অফিস টুরে পুনেতে পরিচয় হয়েছিল) এক বাস্তব চরিত্র থেকে অনুপ্রাণিত, "মহানগরের আলেয়া" গল্পের দানা আর মহুয়া হয়ত নয়, তবে ওই গল্পের নয়না এক বাস্তব চরিত্র থেকে অনুপ্রাণিত (আমার চেনা একজন মডেলকে দেখে ওই চরিত্র অঙ্কিত) !!!!!!