20-11-2020, 09:39 AM
(19-11-2020, 07:21 PM)pinuram Wrote: তুমি শুধু ভয়টাই দেখলে, দেখলে না রিশুর উদ্বেগ? এত এক চোখা কেন তুমি? রক্ত পরীক্ষা দিয়েই অনেক সময়ে অনেক রোগের আগে থেকেই জানতে পারা যায়, সেটা দেখলে না, তোমার ঝিনুকের সূচে ভয় লাগবে সেটাই চোখে পড়ল !!!!!!
আমার চোখ সবদিকেই আছে পিনুদা , তবে কোনো সিম্পটম ছাড়া শুধু শুধু ব্লাড টেস্ট এটা কিন্তু রিশুর বাড়াবাড়ি !!
কিন্তু ঝিনুকদের খোলস খোলার জন্য কখনো কখনো ইঞ্জেকশনের ভয় দেখানোর আইডিয়া টা কিন্তু মন্দ নয় ,
গল্প এবারে জমে উঠছে