19-11-2020, 10:04 PM
(19-11-2020, 07:32 PM)pinuram Wrote: রিশুর অনুভুতি বেশির ভাগ অজানা - এই নিয়ে আমার অক্ষমতার ব্যাপারে একটু বলতে চাই। আসলে এই তৃতীয় বচনে গল্প লেখার সময়ে দুই জনের মনের অনুভুতি নিজের মধ্যে এনে লেখাটা অনেক কষ্টকর, যখন মাথার মধ্যে ঝিনুক চলে তখন রিশুর অনুভুতি আসেনা আবার যখন রিশুর অনুভুতি গুলো আসে তখন ঝিনুক আসে না। অন্য সব গল্প তৃতীয় বচনে লিখলেও সেখানে বেশির নায়কের দৃষ্টিকোণ নিয়েই লিখেছি, এই গল্পে দুইজনের দৃষ্টিকোণ তুলে ধরতে গিয়ে সত্যি একটু অসুবিধে হচ্ছে, একটু নয় বেশ অসুবিধে হচ্ছে। আর সেই জন্য অনেক সময়ে গল্প লিখতে গিয়ে বাধা পরে যাই, এই জায়গায় আমি আমার অক্ষমতা স্বীকার করছি।আমি সেজন্যই বলেছি কারণ এইবার শুধু একজনের দৃষ্টিকোণ থেকে বলছেন তো তাই।যাক সেটা বড় কথা না।বড় কথা হল। রিশুর চেয়ে ঝিনুক এর দৃষ্টিকোণই বেশি ভাল লাগবে কারণ রিশু একটু চাপা স্বভাবের যা বুঝতে পারলাম।যাক আপডেট দিচ্ছেন না কেন মশাই! প্রতিদিন আপডেট দিয়ে অভ্যাস খারাপ করে ফেলেছেন।এখন আপডেট আপডেট করে মাথা কুটে মড়ি
আহারে এখন ইঞ্জেকশান দেয়নি তাতেই প্রতিবাদ, বুঝতে পারছি ইঞ্জেকশান যদি দিয়েই দিত তাহলে সবাই মিলে মনে হয় রিশুকে কেলিয়ে কাঁঠাল পাকিয়ে দিত