19-11-2020, 08:43 PM
(19-11-2020, 04:17 PM)sorbobhuk Wrote: বাহহ খুব সুন্দর হয়েছে। রিশু ও ঝিনুকের মাঝে দুষ্টু মিষ্টির ঝগড়া শুরু হয়ে গেছে। এবার মনে হয় আর বেশি সময় নেই দুজনের এক হতে। এই মেয়ে সামান্য ইনজেকশন কে ভয় পায় চিন্তা করা যায়।
পরের আপডেটের অপেক্ষায় রইলাম ভাই
আসলে যে ঝিনুককে দেখে এই গল্পের ঝিনুককে আঁকা হয়েছে সেও ঠিক এই রকমের মেয়ে, খুব চঞ্চল একটু বাউন্ডুলে টাইপের, সুন্দরী বলে কলেজে নাম আছে তাই একটু নাক উঁচু ভাব, তবে ইঞ্জেকশান ভীষণ ভয় পায়। একটাই পার্থক্য, আসল ঝিনুকের কাছে কোন রিশু নেই আর তার এখন বিয়ে হয়নি !!!!!!!