19-11-2020, 07:21 PM
(18-11-2020, 12:11 PM)ddey333 Wrote: সত্যি রিশুর ঘরে এসব ডাক্তারি ফলানোর কি দরকার ছিল , কি হয়েছে ঝিনুকের যে ওকে রক্ত পরীক্ষা করতে হবে ??
আহারে , বাচ্চা মেয়েটা কি ভয় না পেয়ে গেলো !!!
(18-11-2020, 04:54 PM)ddey333 Wrote: পার্থর সুচ তো বোধয় আগে দেখেছে কয়েকবার , সামনাসামি না হলেও ভিডিও চ্যাটিং এ তো অবশ্যই !!
ওর ক ইঞ্চি ছিল সেটা ঝিনুক আর লেখক মহাশয় জানে একমাত্র ,
সামনে একবার সালাকে পেলে কেটে ১ ইঞ্চি করে দিতাম
তুমি শুধু ভয়টাই দেখলে, দেখলে না রিশুর উদ্বেগ? এত এক চোখা কেন তুমি? রক্ত পরীক্ষা দিয়েই অনেক সময়ে অনেক রোগের আগে থেকেই জানতে পারা যায়, সেটা দেখলে না, তোমার ঝিনুকের সূচে ভয় লাগবে সেটাই চোখে পড়ল !!!!!!