15-11-2020, 11:51 PM
(This post was last modified: 30-04-2021, 01:18 PM by Pagol premi. Edited 1 time in total. Edited 1 time in total.)
পেচু অবাক হয়ে দেখতে লাগল ওর মায়ের হাসি। ও বোধহয় কোনদিন মাকে এভাবে হাসতে দেখিনি।
পেচুকে বললাম, “আজ আসি পেচু। কাল আবার আসব!”
বাইকটা স্টার্ট দিয়ে ফিরে এলাম আবারও।
পরদিন দুপুর বেলা, দুইটার ঠিক পরে, চক্কর দিলাম পেচুর বাড়ির সামনে দিয়ে। দেখলাম এক খাটো টাকওয়ালা লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে হাতিটাকে। সেই পেচুর বাপ এতে সন্দেহ নেই কোন। একটা সাইকেল দাঁড় করানো আছে বাড়ির সামনে। বাইক স্লো করে দেখে নিলাম ব্যাপারটা।
পেচুদের বাড়ি থেকে বাজার যাওয়ার রাস্তাতেই একটা পুল আছে।
বাজার যেতে হলে এই রাস্তা দিয়েই যেতে হবে। পেচুর বাপও নির্ঘাত এই রাস্তা দিয়েই যাবে। আমি সেখানেই বিড়ি টানতে টানতে অপেক্ষা করতে লাগলাম পেচুর বাপের চলে যাওয়ার। সে গেলেই তার স্ত্রীদর্শনে যাব তার বাড়িতে।
বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। দশ মিনিটের মধ্যেই পেচুর বাপ সাইকেল নিয়ে রওনা হলো বাজারের দিকে।
আমিও এসে পৌঁছলাম তার বাড়ির উঠানে। বাইক স্ট্যান্ড করে রেখে ডাক দিলাম, “ভাবি, হাতি দেখতে এসেছি!”
প্রথমে দৌড়ে এলো পেচু। তারপর তার মা। পেচু আমাকে দেখে আজও আনন্দিত হলো। সে জানে, আজও তার জন্যে দুই প্যাকেট চিপস বরাদ্দ আছে!
পেচুর মা বলল, “এই দুপুরে এলেন যে? ভাত খাওয়া হয়েছে?”
“না খেয়ে কি আর এসেছি?”
মনে মনে বললাম, “তোকেই আজ খেতে এসেছি!”
কয়েকদিন এসেছি এ বাড়িতে। কোনদিন ভিতরে যেতে বলেনি ওরা। আজ পেচুর মা বলল, “আসুন ভিতরে বসুন!”
আমি বাড়ির ভিতরে গেলাম। চারটা ঘর- পেচুর বাবা সার্কাস ছেড়ে হোমিওপ্যাথির দোকান করে ভালই কামাচ্ছে বোঝা যায়। ঘরদোরের অবস্থা ভাল। টিভি ফ্রিজ সব আছে। তবে হাতি পোষার মত বড়লোক এরা এখনও হয়ে ওঠেনি, হোমিওপ্যাথির ডাক্তারের তেমন বড়লোক হওয়ার সম্ভাবনাও নেই। সুতরাং, চাঁদা তুলেই চলছে তার খোরপোশ।
একটা চেয়ারে আমাকে বসিয়ে সামনে বসলেন পেচুর মা।
পেচুর মা বলল, “চা খাবেন?”
বললাম, “ব্যস্ত হবেন না। আমার সামনে আপনি বসুন তো!”
পেচুর মা হাসল আবার। বলল, “আচ্ছা বসলাম!”
পেচু এতক্ষণ আমার পাশে বসে ছিল। সে টিভি চালিয়ে দিয়ে দুরন্ত দেখা শুরু করল।
আমি বললাম, “ভাবি, আমি আপনার জন্য একটা জিনিস এনেছি?”
পেচুর মা উৎসুক হয়ে আমার দিকে তাকাল। আমি জ্যাকেটের পকেট থেকে চুড়ির গোছাটা বের করলাম।
পেচুর মা অবাক হয়ে গেল! বলল, “ওমা চুরি কেন? আমি তো পরিই না!”
বললাম, “আজ থেকে পরবেন!”
সাথে সাথেই টেনে নিলাম ভাবির হাত। পরিয়ে দেয়া শুরু করলাম। কিন্তু চুড়ি পরিয়ে দেয়া এত কঠিন কে জানত! ভেঙ্গে যেতে লাগল একের পর এক কাচের চুরি। ভাবি হাসতে লাগল আবার। দমকে দমকে উঠছে ওর শরীর। আবারও বান ডেকেছে যেন বুকে, দুলে দুলে উঠছে বুক।
বলল, “একটা চুড়িই ঢুকাতে পারছেন না!”
“কী করব ঢুকাঢুকির অভ্যাস নেই যে!”
“বিয়ে করেন! ঢুকাঢুকির অভ্যাস হয়ে যাবে!”
“আপনি শিখিয়ে দিন না, কীভাবে ঢুকাতে হয়!”
পেচুর মা, আমার ভাবি, বলল, “যাহ!” অসভ্য
আমি কিন্তু হাত ছাড়িনি। পেচুর মাও হাত ছাড়াতে চেষ্টা করেনি একবারও। আমি আস্তে আস্তে হাত টিপে ধরে একটা একটা করে চুড়ি ঢুকাতে লাগলাম। কিছু ভাঙল, কিছু রইল অক্ষত।
পেচুকে বললাম, “আজ আসি পেচু। কাল আবার আসব!”
বাইকটা স্টার্ট দিয়ে ফিরে এলাম আবারও।
পরদিন দুপুর বেলা, দুইটার ঠিক পরে, চক্কর দিলাম পেচুর বাড়ির সামনে দিয়ে। দেখলাম এক খাটো টাকওয়ালা লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে হাতিটাকে। সেই পেচুর বাপ এতে সন্দেহ নেই কোন। একটা সাইকেল দাঁড় করানো আছে বাড়ির সামনে। বাইক স্লো করে দেখে নিলাম ব্যাপারটা।
পেচুদের বাড়ি থেকে বাজার যাওয়ার রাস্তাতেই একটা পুল আছে।
বাজার যেতে হলে এই রাস্তা দিয়েই যেতে হবে। পেচুর বাপও নির্ঘাত এই রাস্তা দিয়েই যাবে। আমি সেখানেই বিড়ি টানতে টানতে অপেক্ষা করতে লাগলাম পেচুর বাপের চলে যাওয়ার। সে গেলেই তার স্ত্রীদর্শনে যাব তার বাড়িতে।
বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। দশ মিনিটের মধ্যেই পেচুর বাপ সাইকেল নিয়ে রওনা হলো বাজারের দিকে।
আমিও এসে পৌঁছলাম তার বাড়ির উঠানে। বাইক স্ট্যান্ড করে রেখে ডাক দিলাম, “ভাবি, হাতি দেখতে এসেছি!”
প্রথমে দৌড়ে এলো পেচু। তারপর তার মা। পেচু আমাকে দেখে আজও আনন্দিত হলো। সে জানে, আজও তার জন্যে দুই প্যাকেট চিপস বরাদ্দ আছে!
পেচুর মা বলল, “এই দুপুরে এলেন যে? ভাত খাওয়া হয়েছে?”
“না খেয়ে কি আর এসেছি?”
মনে মনে বললাম, “তোকেই আজ খেতে এসেছি!”
কয়েকদিন এসেছি এ বাড়িতে। কোনদিন ভিতরে যেতে বলেনি ওরা। আজ পেচুর মা বলল, “আসুন ভিতরে বসুন!”
আমি বাড়ির ভিতরে গেলাম। চারটা ঘর- পেচুর বাবা সার্কাস ছেড়ে হোমিওপ্যাথির দোকান করে ভালই কামাচ্ছে বোঝা যায়। ঘরদোরের অবস্থা ভাল। টিভি ফ্রিজ সব আছে। তবে হাতি পোষার মত বড়লোক এরা এখনও হয়ে ওঠেনি, হোমিওপ্যাথির ডাক্তারের তেমন বড়লোক হওয়ার সম্ভাবনাও নেই। সুতরাং, চাঁদা তুলেই চলছে তার খোরপোশ।
একটা চেয়ারে আমাকে বসিয়ে সামনে বসলেন পেচুর মা।
পেচুর মা বলল, “চা খাবেন?”
বললাম, “ব্যস্ত হবেন না। আমার সামনে আপনি বসুন তো!”
পেচুর মা হাসল আবার। বলল, “আচ্ছা বসলাম!”
পেচু এতক্ষণ আমার পাশে বসে ছিল। সে টিভি চালিয়ে দিয়ে দুরন্ত দেখা শুরু করল।
আমি বললাম, “ভাবি, আমি আপনার জন্য একটা জিনিস এনেছি?”
পেচুর মা উৎসুক হয়ে আমার দিকে তাকাল। আমি জ্যাকেটের পকেট থেকে চুড়ির গোছাটা বের করলাম।
পেচুর মা অবাক হয়ে গেল! বলল, “ওমা চুরি কেন? আমি তো পরিই না!”
বললাম, “আজ থেকে পরবেন!”
সাথে সাথেই টেনে নিলাম ভাবির হাত। পরিয়ে দেয়া শুরু করলাম। কিন্তু চুড়ি পরিয়ে দেয়া এত কঠিন কে জানত! ভেঙ্গে যেতে লাগল একের পর এক কাচের চুরি। ভাবি হাসতে লাগল আবার। দমকে দমকে উঠছে ওর শরীর। আবারও বান ডেকেছে যেন বুকে, দুলে দুলে উঠছে বুক।
বলল, “একটা চুড়িই ঢুকাতে পারছেন না!”
“কী করব ঢুকাঢুকির অভ্যাস নেই যে!”
“বিয়ে করেন! ঢুকাঢুকির অভ্যাস হয়ে যাবে!”
“আপনি শিখিয়ে দিন না, কীভাবে ঢুকাতে হয়!”
পেচুর মা, আমার ভাবি, বলল, “যাহ!” অসভ্য
আমি কিন্তু হাত ছাড়িনি। পেচুর মাও হাত ছাড়াতে চেষ্টা করেনি একবারও। আমি আস্তে আস্তে হাত টিপে ধরে একটা একটা করে চুড়ি ঢুকাতে লাগলাম। কিছু ভাঙল, কিছু রইল অক্ষত।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)