15-11-2020, 08:32 PM
(15-11-2020, 05:33 PM)Shoumen Wrote: অনেক সুন্দর আর ভালো গল্প গুলো খুব তারাতাড়ি শেষ হয়ে যায়,,এটাই খারাপ লাগে,,, এই গল্পটা আরও বড় হলে খুব ভালো লাগতো,,, তবে দাদা আপনার মনে হয় Demon,,,witchcraft,,, voodooism এই জাতীয় জিনিস গুলো নিয়ে ভালো জানা শোনা রয়েছে মনে হয়,,, আপনার কয়েকটি গল্পই Paranormal গোছের,,,খুব ভালো লাগে যে এই Bengali story Group এ এত সুন্দর theme নিয়ে কেউ গল্প লিখছে,,,
আপনার পরবর্তী গল্পের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি
প্রথমত ধন্যবাদ
হ্যা... ওই ব্যাপার গুলোতে ইন্টারেস্ট আছে আমার. অনেকটা অনাথ বাবুর মতো.( সত্যজিৎ রায়ের গল্পের এক চরিত্র)
আর একটা কথা কি জানেন আমি সবসময় মনে করি যথা সময় গল্পে ইতি টানা উচিত. শুধু পসিটিভ রিভিউ ও ভালো ভিউ পাচ্ছে বলে টেনে টেনে না চাইতেও লম্বা করার কোনো মানে হয়না. এতে গল্পের মান একসময় কমে যায়. মূল উদ্দেশ্য টাই হারিয়ে যায়... আমি চাইলে অনেক কিছু ঢোকাতে পারতাম... নানারকম নায়িকা, নানারকম নোংরামি আরও অনেক কিছু... কিন্তু তাতে গল্পের মজাটাই চলে যেত. রোমাঞ্চ ও ভয় দুটোই হারিয়ে যেত. তার থেকে এই ভালো. যথা সময় টাটা বলে কেটে পড়ো.