17-03-2019, 05:12 AM
এর আগে আপনার লেখা একদিন প্রতিদিন গল্পটা পড়ে আপনার ফ্যান হয়ে গেছি দাদা। কিন্তু কেন জানি না এই গল্পটা এতদিন পড়া হয়ে ওঠেনি। আজ এক নিঃশ্বাসে পড়ে ফেললাম।আর বলতে বাধ্য হচ্ছি আপনি জাত লেখক, নাহলে এই জিনিস হয় না। এই গল্পটাও দারুন সম্ভাবনাময়। রেগুলার আপডেট দেওয়ার চেষ্টা করবেন দাদা। অধমের এই অনুরোধ টুকু রাখলে খুশি হবো.....