11-11-2020, 01:43 PM
(10-11-2020, 08:10 PM)pinuram Wrote: তুমি একদম মোক্ষম জায়গায়টা ধরেছ ভাই, সবাই যেখানে রিতিকা পার্থ আর ঝিনুককে নিয়েই মশগুল, সেখানে তুমি সেই ছোট জায়গাটা ধরেছ যেটা আমি বলতে চেয়েছিলাম, লাভ ইউ। পুরুষ মানুষ ও কাঁদে, ব্যাথা বেদনা অনুভুতি দুঃখ তাদের মধ্যেও আছে, কাঁধ না পেলে একা একাই কাঁদে !!!!!!
রেপু পয়েন্টস +1
ধন্যবাদ পিনুদা
ভালোবাসা প্রেম এগুলো তো থাকবেই কিন্তু গল্পে এই ছোট ছোট অনুভূতি গুলোর উপস্তিতি অনেক সময় কাহিনীর মান আরও অনেক বাড়িয়ে দেয়. এই গল্পে ভালোবাসার থেকেও মাতৃত্বকে অনেক এগিয়ে রাখবো আমি. যে নারী শুধু ভাইকেই নয়, ভাইয়ের স্ত্রীকেও মেয়ের স্থানে বসিয়ে নিতে পারে, মায়ের মতো ভালোবাসা, ভরসা, স্নেহ দিতে পারে সেই অম্বালিকা কে প্রণাম জানাই. তুমি হলে যোগ্য মা.