10-11-2020, 10:37 PM
(This post was last modified: 10-11-2020, 10:39 PM by TumiJeAmar. Edited 1 time in total. Edited 1 time in total.)
(10-11-2020, 08:06 PM)pinuram Wrote: দাদা, হ্যাঁ সত্যি আন্টারটিকার বরফ হয়ত এর চেয়েও তাড়াতাড়ি গলে কিন্তু যদি ভালো করে গল্পটা পড় তাহলে বুঝবে যে বিয়ের পরে সবে মাত্র চব্বিশ ঘন্টা পূরণ হয়েছে, আমার গল্পের আপডেট হয়ত দেরি করে হচ্ছে বলে তোমার মনে হচ্ছে যে অনেকদিন কেটে গেছে এদের মাঝে, কিন্তু যে অবস্থায় এদের বিয়ে হয়েছে আর যে রকম মানসিক টানপোরেনের মধ্যে দিয়ে ঝিনুক এই কয়দিন ভুগেছে তাতে চব্বিশ ঘন্টা অনেক কম। এত তাড়াতাড়ি বরফ গলতে পারে না, সেটা শুধু মাত্র সিনেমাতেই হয় যে কয়েকদিনের মধ্যে ব্রেকআপ ধোঁকা অচেনা মানুষের সাথে বিয়ে অজানা দেশে পাড়ি দিয়েও হিরোইন প্রথম রাতেই একদম হিরোর বিছানায় জাম্পিং এন্ড পাম্পিং করছে। আর রিতিকা, ওর কথা এখন বেশি নাই বা বললাম !!!!!!
রেপু পয়েন্টস +1
বরফ ধীরে গলছে এটা ঠিক।
তবে আমি কিন্তু কখনোই বলিনি এটা অস্বাভাবিক।
এটাই স্বাভাবিক, হটাৎ করে এক জায়গা থেকে বড় গাছ তুলে এনে অন্য মাটিতে বসালে, শিকড় লাগতে তো সময় লাগবেই।