10-11-2020, 08:30 PM
(10-11-2020, 12:24 AM)Mr Fantastic Wrote: নিজের তরী এখন মাঝসমুদ্রে, নির্বিঘ্নে কূলে ভিড়ুক আগে ছোটোখাটো একটা বাইক এক্সিডেন্ট করে পায়ে ব্যান্ডেজ বেঁধে দুদিন বাড়িতে শোয়া, পুচ্চি ধরে ধরে বাথরুম নিয়ে যাচ্ছে, ক্ষতস্থান ওয়াশ করে দিচ্ছে আর খালি মুখ ঝামটা দিয়ে বলছে দু'চাকার আপদটাকে বিদেয় করতে
পুড়লে সাধু উড়লে ছাই তবেই তাহার গুন গাই,
সেই কূলে ভিড়াতে গেলে কিন্তু সেই সন্ধ্যেবেলার অপেক্ষা করতে হবে। তরী কোথায় নিয়ে যাবে সেটা সম্পূর্ণ নিজের ওপরে নির্ভর করে, হয়ত এতদিনে কূলে ভিড়েও গেছে কিন্তু তুমি মাটিতে পা রাখতে এখন ভয় পাচ্ছো। আমার যা মনে হয়, তুমি এখন অনায়াসে মাটিতে পা রেখে চলতে পারো, পুচ্চি শুধু মাত্র বাথরুমে নিয়ে যাবে না এবারে ওর হাত ধরে তরী ছেড়ে কূলে নামো দেখবে সব ঠিক হয়ে যাবে