10-11-2020, 08:15 PM
(09-11-2020, 10:04 PM)Mr Fantastic Wrote: ঝিনুক যে রিশুর সঙ্গ পেতে চায় না, ওকে ঘৃণা করে এমনটা নয়। সান্নিধ্য পেতে চায়, কিন্তু পেটে খিদে মুখে লাজ ! রিশুর দিক থেকে একটা বড়ো সমস্যা হল পেশাগত কারণে এতটাই ব্যস্ত মানুষ যে ঠিক মতো সময় দিতে পারবে না একে অপরকে চেনার জন্য। অন্যান্য গল্পের মতো ইঞ্জিনিয়ার নায়ক হলে এতো সমস্যা হতো না তবে মনে হচ্ছে অচিরেই একটা বড়ো কোনো অঘটন হবে, যার পরে দুজনের মধ্যে দূরত্বটা ঘুচবে।
সর্বোপরি, ব্যস্ততা, নানা সমস্যার মধ্যেও আমাদের বিনোদনের জন্য লিখে যাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ
ঠিক ঠিক ঠিক, ডাক্তারি পেশাটাই রিশুর পক্ষে হয়ত সব থেকে বড় সমস্যা !!!!!!
রেপু পয়েন্টস +1