10-11-2020, 08:10 PM
(09-11-2020, 06:36 PM)Baban Wrote:"বহুদিন পরে সর্বাঙ্গ কাঁপিয়ে এক অব্যাক্ত কান্না ঠিকরে বেড়িয়ে আসে গলা থেকে, “মা গো...” সেই রাতে আর ঘুমাতে পারল না রিশু। "------- অসাধারণ! ছেলেরাও কাঁদে. হ্যা..ছেলেরাও কাঁদে. MARD KO DARD NAHI HOTA, ছেলেরা আবার কাঁদে নাকি মেয়েদের মতো? তুই না ছেলে... ছেলেদের কাঁদতে হয়?
এসব কথার কোনো মানে হয়না, ওগুলো ফিল্মে মানায়. মন বড়ো অবুঝ. তারাও কখনো নরম হয়, একাকিত্ব অনুভব করে, কাউকে কাছে পেতে ইচ্ছে করে, মা বাবার কাছে ছুটে যেতে ইচ্ছে করে. কিন্তু সবসময় কিছু করার থাকেনা হয়তো. তাই কান্না পায়, কাঁদতে হয়. এই কান্না বেরোনোর সময় সেই জলের বিন্দু দেখেনা সে পুরুষের নাকি নারীর চোখ দিয়ে বেরিয়ে আসছে. সে শুধুই বেরিয়ে যায়.
এই ব্যাপারটা আপনি দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন. আর বাকি ব্যাপারে তো আপনাকে কিছু বলারই নেই. লাইক রেপুটেশন দিলাম.
তুমি একদম মোক্ষম জায়গায়টা ধরেছ ভাই, সবাই যেখানে রিতিকা পার্থ আর ঝিনুককে নিয়েই মশগুল, সেখানে তুমি সেই ছোট জায়গাটা ধরেছ যেটা আমি বলতে চেয়েছিলাম, লাভ ইউ। পুরুষ মানুষ ও কাঁদে, ব্যাথা বেদনা অনুভুতি দুঃখ তাদের মধ্যেও আছে, কাঁধ না পেলে একা একাই কাঁদে !!!!!!
রেপু পয়েন্টস +1