10-11-2020, 07:59 PM
(09-11-2020, 04:26 PM)ddey333 Wrote: খুব স্বাভাবিক কারণেই ঝিনুক মানসিক ভাবে একটা চরম টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে , আকাশে ওড়া পাখির হঠাৎ খাঁচায় বন্ধ পড়া অবস্থা , এছাড়া পার্থর ছোড়া তীরের রক্তাক্ত ক্ষত তো আছেই আছে
রিশুর এখন অগ্নিপরীক্ষা , খুব সাবধানে এগোতে হবে ওকে
বেশি তাড়াহুড়ো করলে যেমন হিতে বিপরীত হবে , আবার একেবারে চুপচাপ একা ছেড়ে দিলেও ঝিনুক আরো তলিয়ে যাবে !!
তবে আমার দৃঢ় বিশ্বাস ও পারবে , রিশু এরকম পরিস্থিতি সামলানোর জন্য পুরোপুরি উপযুক্ত চরিত্র !!
ওই রিতিকা কে দিল্লিতে রাখার কি কোনো দরকার ছিল ?? ঝামেলাগুলো ওর মাধ্যমেই আসবে মনে হচ্ছে , আমি যদি পারতাম তাহলে ওকে কন্যাকুমারী পাঠিয়ে দিতাম !!!
সবাই দেখি পার্থ রিতিকা ইত্যাদির পেছনে পরে, আরে বাবা সোজা সরল রোমান্টিক ভাবতে পারছ না নাকি? কই "কলঙ্কিনী কঙ্কাবতী" গল্পে কেউ কি ভিলেন ছিল নাকি?
উড়তে মানা আকাশে তোর বসতে মানা ডালে
বাসা বাঁধিত ও মানা, কি আছে কপালে,
বলি ঝড়ে হারাতে ত মানা নাই...