10-11-2020, 07:54 PM
(09-11-2020, 02:28 PM)bourses Wrote: আম্বালিকার জায়গা রিশুর মনের গভীরে অন্য কেউ নিতে পারবে না কোনদিনই ঠিকই, কিন্তু গল্পের প্রবাহে এটা অনেকটাই পরিষ্কার যে দিল্লিতে আম্বালিকার অনুপস্থিতি অনেকটাই বা পুরোটাই পূরণ করে দেবে ঝিনুক... মনের গভীরে একটু একটু করে গড়ে উঠতে থাকা অনুরাগের ছোঁয়ায় পরিপূর্ণতা লাভ করতে চলেছে তাদের সেই দাম্পত্য জীবনের আগত মূহুর্তটার... তবে তার সাথে সেই সিন্দুঁরে মেঘের কথাটা মাথায় রাখতে হচ্ছে... গলার মধ্যে কাঁটার মত খচখচে অনুভূতি... "রীতিকা"... হুমমম... কখন আর কবে সে ছন্দপতনের যতি হয়ে ওঠে সেটাই দেখার...
একটা ছোট্ট ছত্রে যে মুনশিয়ানায় ঝিনুকের দেহের বর্ণনার ছবি এঁকে দিলে, রিশুর মনে কতটা জানি না, তবে পাঠক হৃদয়ে ঝড় তোলার মত যথেষ্ট...
তোমার আমার এক জীবনের পথ
সমান্তরাল সরলরেখায় বাঁধা
তোমার আমার দুই হৃদয়ের প্রেম
তানপুরাতে সুরে সুরে সাধা...
এক জীবনের নীরব চাওয়া পাওয়া
অন্য জীবন যত্নে ঢেকে রাখে
এক জীবনের অনাদর উপেক্ষা
অন্য জীবন আদর মেখে ডাকে...
তোমার আমার দৃষ্টি বিনিময়
চোখের তারা নীরব কথা বোঝে
তোমার জীবন ডাকছে আমায় কাছে
আমার জীবন কেবল তোমায় খোঁজে...
এক জীবনের অপেক্ষা অবসান
অন্য জীবন বিরহ স্বপ্ন গাঁথে
এমনি করে থাকলে না হয় রেশ
দুই জীবনের আলাপন এক সাথে...
এমনি ভাবে কাটুক বসন্ত দিন
রাত পেরিয়ে সূর্য ওঠা ভোর
আদর আর অনাদরের মাঝে
তোমার আমার প্রসবিত শহর...
আম্বালিকা রিশুর মা, সেই জায়গা কি কেউ নিতে পারে? বউ অথবা গারলফ্রেন্ড চলে গেলে অন্য একটা বউ অথবা গার্লফ্রেন্ড পাওয়া যায়, মায়ের বিকল্প কি কেউ আছে আর সে যদি আম্বালিকার মতন হয় তাহলে তার কি কোন বিকল্প আছে? ঝিনুক হয়ত ওর শুন্য হৃদয় ভরিয়ে দিতে পারবে কিন্তু আম্বালিকার জায়গা চিরদিন আম্বালিকার থাকবে, তোমার কি সত্যি মনে হয় যে আম্বালিকার জায়গা অন্য কেউ নেবে?
তোমার কথাতেই বললাম-- ঝিনুকের মনের কথা
এমনি ভাবে কাটুক বসন্ত দিন
রাত পেরিয়ে সূর্য ওঠা ভোর
রেপু পয়েন্টস +1