07-11-2020, 03:42 PM
(07-11-2020, 01:25 PM)sorbobhuk Wrote: খুব সুন্দর হয়েছে ভাই। রিশুর মুখের উপর দরজা বন্ধ করে দিয়ে ঝিনুকও পরে আহত হয় এবং সেই বেদনায় কখন ঘুমিয়ে পড়েছে জানে না। এই দিকে মাকে না বললেও আম্বালিকা বুঝে যায় তার ছেলে কষ্টে আছে। আর বাথরুমে তো ঝিনুক কারেন্ট খেয়ে অবশেষে রিশুকে ভিতরে দিলো। আর যখন বের হয় না তখন রাগান্বিত চেহারায় তাকিয়ে থাকে। দেখি এখন কি করে ঝিনুক।
এটা আসলেই পিনুদা খুব খারাপ কাজ করেছে , ফুলের মতো কোমল মেয়েটাকে কারেন্ট এর শক দিলো নিজে বাথরুমে ঢোকার জন্য !!!!
দিতে হলে আমাকে দিতো , আমি কিছু মনে করতাম না একদমই