06-11-2020, 06:46 PM
(06-11-2020, 05:14 PM)যোনিগন্ধা Wrote: আমি কিছুদিন আগে কোভিড পজিটিভ হয়েছিলাম কিন্তু আমি বাড়িতে থেকেই সুস্থ হয়ে উঠছিলাম। আমি সুস্থ হবার পরেই আমার হাজব্যান্ড কোভিড পজিটিভ হয়েছে। তার ক্ষেত্রে বাড়িতে রেখে চিকিৎসা সম্ভব হয়নি। তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এরফলে আমার বাড়ির কাজ হয়তো খুব একটা বাড়েনি, কিন্তু আমি মানসিক ভাবে খুব ভালো অবস্থায় নেই। পরবর্তী আপডেট দিতে একটু বিলম্ব হবে। সে জন্য আমি মার্জনা চেয়ে নিচ্ছি।
ধন্যবাদ। ভালো থাকবেন।
নিজের এবং পরিবারের খেয়াল রাখবেন লেখিকা মহাশয়া। কারন আপনার এই লেখনী ,এই ফোরামকে সমৃদ্ধ করেছে। আশাকরি দ্রুত সুস্থ হয়ে আবার ফিরে আসবেন এবং আমাদের এমন গল্প উপহার দিয়ে আনন্দিত করতে থাকেন।
আর আপনার মুখ্যধারার রচনা গুলোও পড়ার খুব ইছা রাখি। পারলে তার সুযোগ করে দেবেন।
আপনার দ্রুত আরোগ্য কামনা করি