04-11-2020, 12:36 PM
(04-11-2020, 11:49 AM)Mr Fantastic Wrote: আরও একটা যন্ত্রণাবিদ্ধ রাত দুজনের জন্য তবে আমি অপেক্ষা করে আছি সেই সকালের জন্য যখন ভোরের শিশিরস্নাত সদ্য প্রস্ফুটিত গোলাপের মতো ঝিনুক স্নান সেরে আধোঘুমে শায়িত রিশুর সামনে দাঁড়িয়ে ভিজে চুল ঝাড়বে আর সেই এলোচুলের জলের ফোঁটায় ঘুম ভাঙা চোখে মুগ্ধ হয়ে রিশু তাকিয়ে দেখবে। তারপর ঝিনুক কোমর দুলিয়ে নিতম্ব হেলিয়ে চালে মত্ত ছন্দ এনে ফিরে যাওয়ার সময় রিশুর দিকে ঘাড় ঘুরিয়ে হাসিমুখে তাকিয়ে চুমুর ভঙ্গিতে ঠোঁট কুঁচকে একটা উড়ন্ত চুম্বন ছুঁড়ে দেবে আর হ্যাঁ, নুপুর বাঁধা ফর্সা ফুলের মতো কোমল নিটোল পদযুগল দেখলে কি যে ভালো লাগেআররে গুরু , তুমি তো একেবারে কবি কালিদাস হয়ে গেলে গো বাওয়া !!