02-11-2020, 10:46 AM
আমার এখানে একটা বড় প্রশ্ন, লেখক আর এই প্রথম ব্যাক্তি যার মুখ থেকে এই গল্প শোনা হচ্ছে, সেই ব্যাক্তি কি এক মানুষ? লেখক এখানে ওই প্রথম ব্যাক্তির জায়গায় ভীষণ ভাবেই নিজেকে জড়িয়ে ফেলেছে, তাই তার মনের কথা গুলো গল্পের মধ্যে ভীষণ ভাবেই চলে এসেছে। লেখক যদি এই ভাবে নিজেকে এই প্রথম ব্যাক্তির সাথে গুলিয়ে ফেলে তাহলে মহা মুশকিল। যৌন সঙ্গমের ব্যাপারে, কোন মেয়েই চায়না তার প্রেমিক অন্য কোন মেয়ের সাথে যৌন সঙ্গম করুক, কারণ ছেলেদের হৃদয় মেয়েদের চাইতে অনেক ঠুনকো অতি সহজে ঢলে যায়, সেই অর্থে ছেলেদের একটা সুপ্ত বাসনা থাকে নিজের প্রেমিকাকে অন্যের ক্রোড়ে দেখার। সুনন্দ অথবা লেখক এখানে নিজেকে জাহির করে দিয়েছেন, প্রথম বচনে গল্প লিখতে হলে এই দিকটার সম্বন্ধে ভীষণ ভাবে ভাবতে হয়। পাঠকের প্রশ্নাবলীর উত্তর সবসময়ে গল্পের মাধ্যমে আসা উচিত, লেখক যদি নিজেই সেখানে উপযাচক হয়ে উত্তর দেয় তাহলে বুঝতে হবে যে প্রথম ব্যাক্তি আর লেখক এখানে এক। সুতরাং সাবধান লেখক মশায়, চরিত্রের চুলচেরা বিচার হবে সেই জন্য তৈরি হয়ে নিন কোমরে গামছা বাঁধুন, পিঠে কুলো বাঁধুন। না হলে নিস্তার নেই, আপনাকে ছিঁড়ে খাওয়ার জন্য আমার মতন হায়না কিন্তু ওঁত পেতে থাকবে !!!!!!