02-11-2020, 05:44 AM
আপডেট খুব সুন্দর হয়েছে। একেবারে সাজিয়ে লিখেছেন। মনে জড়তা থাকা সত্ত্বেও ঝিনুকের মনে রিশুর প্রতি আকর্ষন টা সেই দেখিয়েছেন। পরে রিশুর সাথে আর ঝিনুক আর চোখে চোখ মেলায় না। পাসে ধরা পরে যাওয়ার ভয়ে। সেই ভয়ে ভালো করে খেতেও পারলোনা পিজা বারগাড়। দোসাই খেতে হলো বেচারি কে