01-11-2020, 08:57 PM
(01-11-2020, 08:54 PM)pinuram Wrote: নিখুঁত যে কিছুই নয়, তাইত চাঁদের কলঙ্ক আছে। সবার বুকের বাঁ দিকে একটা পাঁজরের কুঠির আছে, সেখানে একজন বাস করে, আমাদের স্বপ্ন আমাদের আশা, সত্যি যদি আমাদের সব স্বপ্ন পূরন হয়ে যেত তাহলে আমরা বাঁচতে ভুলে যেতাম। কিছু স্বপ্ন কিছু আশা অপূর্ণ রাখা শ্রেয় তারা আমাদের নতুন করে বাঁচতে শেখায়। হয়ত আজকে তুমি তোমার সেই পাঁজরের কুঠিরের লুক্কায়িত স্বপ্নের জন্য হা পিত্যেশ করছ, হয়ত সেই স্বপ্ন যদি পূরণ হত তাহলে তোমার জীবন অন্য খাতে বইত, কি ভাবে বইত সেটা তুমি জানো না। নদীর জল জখন হিমবাহ গলে সরু জলরেখায় নিচের দিকে নেমে আসে তখন পথের মাঝে অসংখ্য ছোট বড় পাথরের সম্মুখীন হয়, সেই পাহাড়ি নদী সেই পাথরের ধাক্কায় খরস্রোতা হয়ে ওঠে, কারণ তার বুকের বাম দিকের পাঁজরে লুকিয়ে থাকে সাগরের সাথে মেলার স্বপ্ন তাই সে খরস্রোতা। যে মাত্র সেই নদী মোহানায় মিশে যায় সেই নদী কিন্তু আর খরস্রোতা থাকে না, সে ধির মন্থর হয়ে জায়, কারন সেখানে তার স্বপ্ন পূরণ হয়ে গেছে। আমাদের বাঁচার রসদ আমাদের এই স্বপ্ন, সেটাকে সযত্নে তুলে রাখো, পূরণ হলেই সব শেষ কিন্তু। যাই হোক অনেক কিছু লিখে ফেললাম, জানি না কতটা ভুল আমি তবে মনে হল তাই লিখলাম !!!!!!!
উফফ কথামৃত !!