01-11-2020, 08:34 PM
(01-11-2020, 01:55 PM)Mr Fantastic Wrote: এই পর্বটা অসাধারণ লাগলো, খুঁটিনাটি বিষয় গুলোও যে কতটা বড়ো প্রভাব রাখে জীবনে সেটা দারুন ভাবে তুলে ধরলে আর ঝিনুক না চাইতেও রিশুর প্রতি আকৃষ্ট হবে ধীরে ধীরে। তবে রিশুকে এখন একটু খোলামেলা ভাবে মিশতে হবে ঝিনুকের সাথে। আড়ষ্ট ভাব থাকলে কেউই সহজ হতে পারবে না। অবশ্য রিশুর মাথার ওপর যখন লাভগুরু পিনুরামের আশীর্বাদ আছে তখন আর চিন্তা কি !!!
তোমার ওই শেষের বাক্যটা দারুন লেগেছে, রিশুর মাথায় পিনুর আশীর্বাদ, কিছু না কিছু একটা হবে, বাসর রাতে উঁকি মারতে গেছিল পিনুরাম, এই প্রথম বার বাসর রাত থেকে খালি হাতে ফিরেছে পিনু, তাই একটু ভয়ে ভয়ে আছে !!!!!!