31-10-2020, 07:53 PM
(31-10-2020, 01:54 PM)Avishek Wrote:
congratulations বাবান দাদা....![]()
আপনার এটা প্রাপ্য. কারণ প্রথমত আপনার গল্পের গুন. আপনার লেখনী আমাদের চোখের সামনে ওই মুহুর্ত গুলো ফুটিয়ে তোলে. যেন আমাদের সামনেই সব ঘটছে. আপনার উত্তেজক বর্ণনা গুলো পড়ে কি অবস্থা হয় সেটা লিখে বোঝানো সম্ভব নয়.
আর দ্বিতীয়ত আপনি শুরু থেকেই কথা দিয়ে কথা রাখেন. কোনো গল্প মাঝপথে ফেলে চলে যান না বা অনেকদিন অপেক্ষা করান না আমাদের. যেটা শুরু করেন সেটা শেষও করেন, সময় মতো আপডেট দেন, তাছাড়া আপনার নিজের পোস্টার আর্ট... এই বিষয়গুলোর জন্যই আজ আপনি এতদূর এগিয়েছেন. আশা করি আরো অনেক দারুণ দারুণ গল্প পাবো আপনার থেকে. সাথে ছিলাম, আছি, থাকবো.
অনেক অনেক ধন্যবাদ Avishek

আপনাদের এই বিশ্বাস ও ভালোবাসাই তো প্রতিবার অনুপ্রেরণা জুগিয়েছে লেখার ক্ষেত্রে. হ্যা... আমি মনে করি এটা আমার দায়িত্ব যে যেটা শুরু করবো সেটা শেষও করবো. পাঠকদের প্রতি এইটুকু দায়িত্ব আছে আমাদের লেখকদের এটা আমি মনে করি. তা সে যে ধরণের গল্পই হোক. সাথে আছেন, থাকবেন জানি.
1000 রেপুটেশন অর্জনের খুশিতে কাল রাতে একটি ছোট কিন্ত interesting UPDATE আসতে চলেছে. অপেক্ষা করুন.